22/08/2024
জরুরী নির্দেশনা
---
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল ভয়াবহ বন্যায় বিপর্যস্ত। হালদা নদী এবং ধুরং খালের ভাঙ্গনের কারণে ফটিকছড়িতেও বন্যা পরিস্থিতি অবনতির দিকে।
এমতাবস্থায় নানুপুর ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় যেকোনো দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক নানুপুর ইউনিয়ন ছাত্রসেনার সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো এবং সবাইকে স্ব স্ব অবস্থান থেকে বানবাসী মানুষের পাশে দাঁড়ানোর জন্য উদাত্ত আহ্বান রইল।
--
মোহাম্মদ শেফায়াতুল ইসলাম ,
সভাপতি,
ছাত্রসেনা নানুপুর ইউনিয়ন শাখা।
[নানুপুরবাসী যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগন করুন,আমরা সাধ্যমতো পাশে থাকবো...ইন-শা-আল্লাহ্]
যেকোনো প্রয়োজনে:
মোহাম্মদ শেফায়াতুল ইসলাম - 01973550855
মোহাম্মদ আলী হোসাইন জিসান- 01975-838571
আবু জুনাইদ সিফাত - 01824-326214