ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Rajshahi Division
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ "সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইশা ছাত্র আন্দোলনে যোগ দিন"

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'top' of non-object
" >
এইচএসসি পরীক্ষা - ২০২৪। সবার জন্যে দোয়া ও শুভ কামনা রইলো।  ❤️
29/06/2024

এইচএসসি পরীক্ষা - ২০২৪।
সবার জন্যে দোয়া ও শুভ কামনা রইলো। ❤️

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান নাহিদ ভাইকে ঢাকা শেখ রাসেল ন্যাশনাল গ্যা...
20/06/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান নাহিদ ভাইকে ঢাকা শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট এন্ড হাসপাতালে আইসিও তে ইন্তেকাল করিয়াছেন।। 😰
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...।

আল্লাহ তাআলা উনার জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী করুক।।।,

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।  অদ্য ২৬ মার্চ'২০২৪ রোজ মঙ্গলবার ইসলামী ...
26/03/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত।

অদ্য ২৬ মার্চ'২০২৪ রোজ মঙ্গলবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার ইফাতার মাহফিল অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক, মুহাম্মাদ আশিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মুহাম্মাদ ইকবাল হোসেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি - মুহাম্মাদ হাবিবুর রহমান, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি - মুহাম্মাদ ইব্রাহিম খলিল সহ প্রমুখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক,
মুহাম্মদ আমজাদ হোসেন,
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী সরকারি কলেজ।

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed_layout' of non-object
" data-ad-slot="
Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed' of non-object
">
সাবেক কলেজ ছাত্র নেতার পিতার মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজে শাখার নেতৃবৃন্দের শোক প্রকাশ.....
24/02/2024

সাবেক কলেজ ছাত্র নেতার পিতার মৃত্যুতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজে শাখার নেতৃবৃন্দের শোক প্রকাশ...

আজ ২৪ ফেব্রুয়ারী'২০২৪ রোজ শনিবার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার সদ্য সাবেক সহসভাপতি আজিজুর রহমান নোমান ভাইয়ের পিতার মৃত্যুতে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি- মুহাম্মাদ আজাদ নূর জাফর, সাধারণ সম্পাদক- মুহাম্মাদ আব্বাস উদ্দিন এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্নার মাগফিরাত কামনা এবং জান্নাতুল ফেরদাউস কামনা করেন।
সেই সাথে শোকাহত পরিবারের প্রতি শান্ত্বনা প্রদান করেন।

বার্তা প্রেরক-
মুহাম্মাদ আমজাদ হোসেন ।
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক।
ইসলমী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
নোয়াখালী সরকারি কলেজ।

আজকের ক্যাম্পাসে নোসক নেতৃবৃন্দ! আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা।
21/02/2024

আজকের ক্যাম্পাসে নোসক নেতৃবৃন্দ!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত। ১. সভাপতি-...
21/02/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত।

১. সভাপতি- মুহাম্মাদ আজাদনুর জাফর।
২. সহসভাপতি- ওমর ফারুক ইমন।
৩. সাধারণ সম্পাদক- মুহাম্মাদ আব্বাস উদ্দিন।
৪. সাংগঠনিক সম্পাদক- আব্দুল কাদের হারুন।
৫. প্রশিক্ষণ সম্পাদক- ইমাম উদ্দিন মেহেদী।
৬. দাওয়াহ সম্পাদক- মুহাম্মাদ জাবেদ হোসেন।
৭. তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক- আমজাদ হোসেন।
৮. অর্থ ও কল্যাণ সম্পাদক- আব্দুল করীম।
৯. প্রকাশনা ও দপ্তর সম্পাদক- আনোয়ার হোসেন সজীব।
১০. পাঠাগার ও পাঠচক্র সম্পাদক- মুহাম্মাদ আলা উদ্দিন।
১১. সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক- মুহাম্মাদ মাসুম বিল্লাহ।
১২. সদস্য-১- মুহাম্মাদ কামাল উদ্দিন।
১৩. সদস্য-২- মুহাম্মাদ আবু রায়হান।

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র  শ্রদ্বা  ও দোআ।
21/02/2024

সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্বা ও দোআ।

১৫-২৯ ফেব্রুয়ারি ২০২৪দাওয়াতি পক্ষের আহবান। দেশীয় সংস্কৃতি ও নাগরিকদের বোধ-বিশ্বাসের আলোকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নে সোচ্চ...
15/02/2024

১৫-২৯ ফেব্রুয়ারি ২০২৪
দাওয়াতি পক্ষের আহবান।

দেশীয় সংস্কৃতি ও নাগরিকদের বোধ-বিশ্বাসের আলোকে জাতীয় শিক্ষানীতি প্রণয়নে সোচ্চার হোন।

শিক্ষা মৌলিক অধিকার; তাই দশম শ্রেণি পর্যন্ত অবৈতনিক প্রাথমিক শিক্ষার স্তর নির্ধারণ করতে গণ আওয়াজ তুলুন।

শিক্ষা উপকরণের মূল্য শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে গণদাবী তুলুন।
মাতৃভাষা বাংলার সঠিক প্রচলনে সোচ্চার হোন।

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের দাবীতে আওয়াজ তুলুন।

ট্রান্সজেন্ডার মূলত শয়তানি এজেন্ডা; যা সরাসরি আল্লাহর সাথে বিদ্রোহ, সমাজ বিধ্বংসী ও মানব প্রকৃতি বিরোধী। তাই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলুন।

দ্বীন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সাহাবায়ে কেরামের আদর্শে কল্যাণময় জীবন গড়ার লক্ষে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এ যোগ দিন।


ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার কলেজ সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত। ০৪ফেব্রুয়ারী-২০২৪ ইং রবিবার, কলেজ ...
04/02/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার কলেজ সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত।

০৪ফেব্রুয়ারী-২০২৪ ইং রবিবার, কলেজ সভাপতি মুহাম্মাদ আবদুল করীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক এর সঞ্চালনায় কলেজ সম্মেলন-২৪ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, মুহাম্মাদ হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার জয়েন্ট সেক্রেটারি জননেতা মাওলানা শহিদুল ইসলাম।

সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার বিভিন্ন দায়িত্বশীলবৃন্দসহ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার সাবেক সভাপতিগণ।

সম্মেলন শেষে কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক, মুহাম্মাদ হাবিবুর রহমান ২০২৩ সেশনের কমিটি বিলুপ্তি করে ২০২৪ সেশনের কমিটি ঘোষণা করেন।

নব-গঠিত কমিটি -
সভাপতি- মুহাম্মাদ আজাদনুর জাফর।
সহ-সভাপতি- মুহাম্মাদ ওমর ফারুক।
সাধারণ সম্পাদক- মুহাম্মাদ আব্বাস উদ্দিন।

বার্তা প্রেরক
মুহাম্মাদ আব্বাস উদ্দিন,
সাধারণ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,
নোয়াখালী সরকারি কলেজ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার ২০২৪ শেসনের কমিটি ঘোষণা -- সভাপতি - আজাদনুর জাফর। সহসভাপতি - ও...
04/02/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার ২০২৪ শেসনের কমিটি ঘোষণা --

সভাপতি - আজাদনুর জাফর।
সহসভাপতি - ওমর ফারুক ইমন।
সাধারণ সম্পাদক - আব্বাস উদ্দিন।

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed_layout' of non-object
" data-ad-slot="
Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed' of non-object
">
আগামীকাল রবিবার, যথা সময়ে ক্যাম্পাস কোরিওলজিতে "কলেজ সম্মেলন" অনুষ্ঠিত হবে।  ইনশাআল্লাহ।   -সকল শিক্ষার্থীদের প্রতি দ্বী...
03/02/2024

আগামীকাল রবিবার,
যথা সময়ে ক্যাম্পাস কোরিওলজিতে "কলেজ সম্মেলন" অনুষ্ঠিত হবে। ইনশাআল্লাহ।

-সকল শিক্ষার্থীদের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার আজকের "জেলা সম্মেলন" এর সফলতা কামনা করি।
02/02/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর শাখার আজকের "জেলা সম্মেলন" এর সফলতা কামনা করি।

কলেজ সম্মেলন'২০২৪।৪ ফেব্রুয়ারী'২০২৪রবিবার,  সকাল ১০ ঘটিকা। স্থান: নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস।সকলের প্রতি দিনি দাওয়াত...
30/01/2024

কলেজ সম্মেলন'২০২৪।
৪ ফেব্রুয়ারী'২০২৪
রবিবার, সকাল ১০ ঘটিকা।
স্থান: নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাস।

সকলের প্রতি দিনি দাওয়াত রইলো।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার আজকের "জেলা সম্মেলন" সফল হোক।
25/01/2024

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী জেলা দক্ষিণ শাখার আজকের "জেলা সম্মেলন" সফল হোক।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এরকেন্দ্রীয় সম্মেলন '২৪১৯ জানুয়ারি '২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ। #কেন্দ্রীয়_সম্ম...
20/12/2023

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর
কেন্দ্রীয় সম্মেলন '২৪
১৯ জানুয়ারি '২৪ শুক্রবার অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ।

#কেন্দ্রীয়_সম্মেলন_২০২৪

#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ #ইসলামী_আন্দোলন_বাংলাদেশ

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed_layout' of non-object
" data-ad-slot="
Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed' of non-object
">
ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশের খণ্ডচিত্র!!
03/11/2023

ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের সমাবেশের খণ্ডচিত্র!!

আগামীকালকের ছাত্র যুব সমাবেশ সফল হোক! ✊
19/10/2023

আগামীকালকের ছাত্র যুব সমাবেশ সফল হোক! ✊

আগামী ২০ অক্টোবর, রোজ : শুক্রবার,   ছাত্র   যুব  সমাবেশ সফল হোক.স্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।
16/10/2023

আগামী ২০ অক্টোবর, রোজ : শুক্রবার,
ছাত্র
যুব
সমাবেশ সফল হোক.

স্থান: ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা।

15/10/2023

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে - অনার্স ১ম বর্ষের ফাইনলা পরীক্ষা।

সকল পরীক্ষার্থীদোর জন্যে দোয়া ও শুভ কামনা রইলো।

[কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস- ১-৩১ অক্টোবর'২৩]ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস (১ অক্টোবর - ৩১ অক্...
01/10/2023

[কেন্দ্র ঘোষিত দাওয়াতী মাস- ১-৩১ অক্টোবর'২৩]

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্র ঘোষিত দাওয়াতি মাস (১ অক্টোবর - ৩১ অক্টোবর'২৩)।
দাওয়াতি মাসের প্রথম দিনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজের শাখার নেতৃত্বে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে দাওয়াতী সভা, সদস্য সংগ্রহ, স্টীকার ও লিফলেট বিতরণ করা হয়।

সত্য, সুন্দর ও শাশ্বত জীবন দর্শন ইসলাম হোক আমাদের জীবনাদর্শ। কুরআন-সুন্নাহ হোক পথচলার পাথেয়।

#দাওয়াতী_মাস
#অক্টোবর
#গণদাওয়াত
#ইসলামী_ছাত্র_আন্দোলন_বাংলাদেশ

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed_layout' of non-object
" data-ad-slot="
Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed' of non-object
">
দাওয়াত ও সদস্য সংগ্রহ মাসে দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি দাওয়াতী মাসের আহবানপ্রিয় ভাই।যখন আপনি ইসলামী ছাত্র আন্দোলন...
01/10/2023

দাওয়াত ও সদস্য সংগ্রহ মাসে দেশের সচেতন শিক্ষার্থীদের প্রতি দাওয়াতী মাসের আহবান

প্রিয় ভাই।
যখন আপনি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর এই প্রচারপত্রটি পড়ছেন; তখন নিশ্চয়ই দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আপনি আতঙ্কিত ও উদ্বিগ্ন। ব্যাংকে টাকা নেই! রিজার্ভে ডলার নেই! নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম জনসাধারণের ক্রয় ক্ষমতার বাহিরে! আদালতে ন্যায়বিচার নেই! বাংলাদেশের চিরায়ত সংস্কৃতি সহমর্মিতা, মায়া-ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও আন্তরিকতার মতো সামাজিক পুঁজিগুলো বিলুপ্তির পথে! মোটের উপর বলতে গেলে সর্বত্র অনিয়ম-বিশৃঙ্খলা বিরাজ করছে। বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে দেশের নাগরিক মাত্রই মনে প্রশ্ন জাগে এমন বাংলাদেশ কি আমাদের প্রত্যাশিত ছিল? খুন, গুম, মিথ্যা মামলা, বিদেশে অর্থ পাচা ব্যাংক লুটপাটের মত অনৈতিক দেশে সেকেন্ড হোম / থার্ড হোম ও পাচার, বিভিন্ন দেশে চরম অপরাধমূলক কার্যক্রম এখন আরও বীভৎস রূপ নিয়েছে। সরকার ও রাষ্ট্র মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা হারিয়ে সরকারের সেবাদাসে পরিণত হয়েছে। সরকারও নিজের স্বার্থে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে ফেলেছে। ফলে যা সরকার তা রাষ্ট্র এবং যা রাষ্ট্র তা সরকারে পরিণত হয়েছে। কোথাও স্বচ্ছতা, জবাবদিহিতা ও ইনসাফ নেই। ভোট ও ভাতের অধিকার নেই। এক কথায় আমাদের সমাজ ও দেশের জনগণ ইতিহাসের সবচেয়ে অস্থির সময় পার করছে।

প্রিয় বন্ধু!
এভাবে একটা সমাজ ও রাষ্ট্র চলতে পারে না। আমরা চলতে দিতে পারি না। যদি এখনো সমাজ ও রাষ্ট্রে অর্থনৈতিক বৈষম্য থাকে, এখনো জনগণ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়, যদি এখনো জনগণকে ভোট ও ভাতের অধিকারের জন্য লড়াই করতে হয়, তাহলে কিভাবে আমাদের স্বাধীনতা অর্থবহ হয়? এত শত সমস্যা থেকে দেশ ও দেশের মানুষকে রক্ষা করে বাংলাদেশকে একটি কার্যকর রাষ্ট্রে পরিণত করতে আপনি কি বিবেকের কোন তাড়না অনুভব করেন না? আমাদের উপমহাদেশে দীর্ঘ সময় অপরাজনীতি চর্চার ফলে এবং আত্মকেন্দ্রিক শিক্ষাব্যবস্থার ফলে সামগ্রিকভাবে তারুণ্যের মাঝে রাজনীতির ভীতি ও অনীহা তৈরি হয়েছে। 'আই হেইট পলিটিক্স' একটি ফ্যাশনে রূপ নিয়েছে। অথচ সমাজ-বাস্তবতা, তত্ত্ব, দর্শন, শিক্ষা-সাহিত্য, ক্যারিয়ার, সংস্কৃতি ও অর্থনীতির মত জীবনঘনিষ্ঠ সবকিছুর ওপর রাজনীতির প্রভাব স্পষ্ট। আপনি রাজনীতি অপছন্দ করে দূরে থাকলেও রাজনীতি ঠিকই আপনার জীবনকে ষোলআনা নিয়ন্ত্রন করে। অন্যদিকে অসাধু ও অশিক্ষিত লোকজন রাজনীতির মত গুরুত্বপূর্ণ জায়গার নেতৃত্ব দখল করে।

প্রিয় সুহৃদ
ইসলাম পরিপূর্ণ জীবনব্যবস্থা। বিদায় হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর আয়াত নাজিলের মাধ্যমে ইসলামকে পূর্ণাঙ্গ বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই পূর্ণাঙ্গ রূপের মাঝে সমাজ, রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র সবকিছুই শামিল। মানব জীবনের সাথে সম্পৃক্ত সবকিছুই ইসলাে মর আলোচ্য বিষয়। ইসলাম মানুষের দুনিয়ার কল্যাণ ও পরকালের মুক্তি নিশ্চিত করতে চায়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সা. মদিনা হিজরতের পর ইসলামী রাষ্ট্র অস্তিত্ব লাভ করে। হিজরতের পর মাত্র ১০ বছরের ব্যবধানে ইসলামী রাষ্ট্রের সীমানা হয়ে গেল ১০ লক্ষ বর্গমাইল। পরবর্তী ৩০ বছরে চার খলিফার শাসনামলে ইসলামী রাষ্ট্রের আয়তন দাঁড়ায় ১ কোটি ৩০ লক্ষ বর্গমাইলে । একটু ভেবে দেখেন তো, আয়তন টা কতটা বাংলাদেশের সমান?

ইসলাম রাজনৈতিকভাবে বিশ্বকে নেতৃত্ব দিয়েছে প্রায় সাড়ে তেরোশত বছর, ১৯২৩ সাল পর্যন্ত। থিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা আপনি খুঁজে পাবেন, এত দীর্ঘ সময় ধরে পথিবীর নেতৃত্বে মুসলিম শাসনামলে শুধু মানুষ নয় প্রতিটি সৃষ্টি সুখ-স্বাচ্ছ্যন্দে বসবাস করতে পেরেছে। নারীরা পেয়েছিলো তাদের ন্যায্য অধিকার ও আত্মমর্যাদাসম্পন্ন জীবনব্যবস্থা। সকল ধর্ম, বর্ণ ও গোত্রের মানুষ ভোগ করেছিলো রাষ্ট্রীয় সমঅধিকার। রাসূলুল্লাহ সা. এর হাত ধরে গড়ে উঠেছিলো একটি অসাম্প্রদায়িক পৃথিবী। পৃথিবীব্যাপী ইনসাফ প্রতিষ্ঠা হয়েছিলো। গোটা বিশ্বমানবতার ত্রাহী আর্তনাদ মিলিয়ে গিয়েছিলো কল্যাণের বাতাসে। আজ আমরা রাজনৈতিকভাবে পরাজিত। তবে মুসলমানদের বিজয়ের ধ্বনি আবারও নতুন করে শোনা যাচ্ছে। এখন আমাকে-আপনাকে একজন মুসলিম হিসেবে ইসলামের সেই সোনালী ইতিহাস-ঐতিহ্য ফিরিয়ে আনতে সজাগ ও সোচ্চার হতে হবে।

প্রিয় ভাই।
রাজনীতি যেহেতু মানুষের জন্য, সংগঠন যেহেতু আগামীর সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরির জন্য। সেহেতু আমরা চিন্তা করেছি যদি মানুষ না বাঁচে তাহলে কিসের রাজনীতি, আর কিসেরই বা সংগঠন! তাই মানবিক কাজ ও আগামীর প্রজন্মের বহুমাত্রিক দক্ষতা বৃদ্ধির কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্র রাজনীতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছি। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বুদ্ধিবৃত্তিক ও চিন্তাশীল দেশপ্রেমী প্রজন্ম তৈরিতে কাজ করে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের দক্ষতার পাশাপাশি নৈতিকতা --সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমাদের রয়েছে নানাবিধ কর্মসূচি। অন্যদিকে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের জাগতিক দক্ষতা বৃদ্ধি ও রাজনৈতিক সচেতন প্রজন্ম হিসেবে গড়ে তুলতেও রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মসূচি। রাজনীতির সহিংস ধারা পরিবর্তন, ছাত্রবান্ধব বিভিন্ন ইস্যুতে রাজপথে সরব উপস্থিতি, পেশাভিত্তিক জনশক্তি তৈরি, বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ, ভিনদেশী সংস্কৃতির আধিপত্য রোধে ইসলাম বিধৌত বাঙালি সংস্কৃতির চর্চা ও বিকাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এখন এক অনন্য নাম সচেতন শিক্ষার্থীদের আস্থার ঠিকানা।

আমরা এক নতুন বাংলাদেশ ও নতুন পৃথিবীর জন্য কাজ করে যাচ্ছি। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, ইনসাফ, পরস্পর শ্রদ্ধা, ভালোবাসা সততা। তাই আমাদের এই অপ্রতিরোধ্য পথচলায় আপনাকেও স্বাগতম। আমরা আপনার অপেক্ষায়.......

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

৫৫/বি, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ফোন : ০২-২২৩৩৮৭১৩১

২০২৩ সালে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য দুয়া ও শুভকামনা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।
16/08/2023

২০২৩ সালে এইচএসসি ও সমমান
পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীদের জন্য
দুয়া ও শুভকামনা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত!
03/08/2023

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত!

৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল হোক! শাহবাগ চত্বর, ঢাকা৷
02/08/2023

৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ সফল হোক!
শাহবাগ চত্বর, ঢাকা৷

- অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল,- সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন,-...
14/07/2023

- অথর্ব প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল,
- সংখ্যানুপাতিক নির্বাচন (PR) পদ্ধতির প্রবর্তন,
- বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি এবং
- ডেঙ্গু নিয়ন্ত্রণে অবহেলা ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর এর সমাবেশ।

প্রধান অতিথি:
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

বিশেষ অতিথি:
প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী
প্রেসিডিয়াম সদস্য, ইসলামী আন্দোলন বাংলাদেশ

অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ
মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম
সহকারী মহাসচিব ও সভাপতি
ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণ

সভাপতি
অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর উত্তর ।

স্থান: জাতীয় মসজিদ বায়তুল মোকাররম উত্তর গেট, ঢাকা

তারিখ ও সময়:
১৫ জুলাই, '২৩ শনিবার, বিকাল ৩ টা ।




'23

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed_layout' of non-object
" data-ad-slot="
Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed' of non-object
">
ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে- নোয়াখালীতে পীর সাহেব চরমোনাইইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মু...
12/07/2023

ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে- নোয়াখালীতে পীর সাহেব চরমোনাই

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার মূল চেতনা- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার আজ ভুলুন্ঠিত। বর্তমান সরকার ভোটের নামে প্রহসন করে, ভোটকেন্দ্র দখল করে দিনের ভোট রাতে নিয়ে এবং ইভিএমের মাধ্যমে ডিজিটাল কারচুপি করে গোটা বিশ্বের সামনে বাংলাদেশকে লজ্জিত করেছে। এতে করে ক্ষমতাসীন সরকার জনবিচ্ছিন্ন একটি স্বৈর সরকারে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন পর্যায় এসে দাঁড়িয়েছে যে, বিদেশি শক্তিগুলো বিভিন্ন ছুতায় বাংলাদেশকে নানারকম নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে। আর এটা সম্ভব হয়েছে কেবলমাত্র ক্ষমতাসীনদের বিদেশ তোষণনীতির কারণে। এমতাবস্থায় সরকার ক্ষমতায় থাকার সকল বৈধতা হারিয়ে ফেলেছে। মানুষের জান-মালের নিরাপত্তা আজ চরম হুমকির মুখে। অর্থনৈতিক সংকট দিন দিন ঘনিভুত হচ্ছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি, দেশীয় ব্যাংকের তারল্য সংকট এবং ডলার সংকট ও মুদ্রাস্ফীতি অর্থনীতিকে আজ পঙ্গু করে ফেলেছে। বিদেশী আধিপত্যবাদী শক্তির অশুভ প্রভাব; স্বাধীন রাষ্ট্রের সম্মান ক্ষুণ্ন করছে। তাই সরকারের পতন এখন সময়ের দাবি।

আজ ১২ ই জুলাই, বুধবার, বিকাল ৪টায় নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার উদ্যোগ "অথর্ব প্রধান নির্বাচন কমিশনের পদত্যাগ ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল, সংখ্যানুপাতিক নির্বাচন (Pr=Proportional representation system) পদ্ধতির প্রবর্তন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তোরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের" দাবীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপরোক্ত কথা বলেন।

জেলা সভাপতি মাও. মাহমুদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন ও মাও. খালিদ সাইফুল্লাহ, সহকারী মহাসচিব মাও. ইমতিয়াজ আলম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, নোয়াখালী উত্তর জেলা সভাপতি মাও. নজির আহমাদ, জেলা সেক্রেটারী মাও. আলা উদ্দিন হারুন ও মুহা. আবদুল মুকিত এর যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, মাও. ফিরোজ আলম, মাও. শহীদুল ইসলাম, মাও. কাউছার আহমাদ, মাও. মুদ্দাচ্ছির হোসাইন, মুহা. ইকবাল হোসাইন, মাও. শাকির হোসাইন, মুহা. রাসেল আহমেদ, মুহা. বেলাল হোসাইন, মুহা. আবদুল করীম সহ জেলা ও থানা নেতৃবৃন্দ।

প্রধান অতিথির আলোচনায় পীর সাহেব চরমোনাই বলেন, আগামী জাতীয় নির্বাচন ঘিরে জনমনে ব্যাপক উৎকণ্ঠা বিরাজ করছে। দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশও নেই। আগামী নির্বাচনেও যেন একচেটিয়াভাবে ক্ষমতায় আসা যায়, সরকার সে লক্ষেই সবরকম পদক্ষেপ নিচ্ছে। এই অবস্থায় জাতীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

কোনো ধরনের ষড়যন্ত্র ও ছলচাতুরি করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না বলে মন্তব্য করে পীর সাহেব চরমোনাই বলেন, আওয়ামী লীগের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ । জাতীয় সরকারের অধীনে নির্বাচন না দিলে রাজপথে ফয়সালা হবে।

বর্তমান সরকার গায়ের জোরে ক্ষমতায় আছে অভিযোগ করে পীর সাহেব চরমোনাই বলেন, গায়ের জোরের সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব না। এ সরকারের অধীন কোনো নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে না। বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা ও‌ দেশের অর্থনীতি ধ্বংস করেছে।

আগামীকালকের সমাবেশে ও মাহফিল সফল হোক!! সকল ছাত্র ভাইদের প্রতি দাওয়াত রইলো।। মাহফিলের স্থান : কোর্ট মসজিদ প্রাঙ্গন, ডিসি ...
11/07/2023

আগামীকালকের সমাবেশে ও মাহফিল সফল হোক!!
সকল ছাত্র ভাইদের প্রতি দাওয়াত রইলো।।

মাহফিলের স্থান : কোর্ট মসজিদ প্রাঙ্গন, ডিসি অফিসের সামনে৷

অনার্স ভর্তি সহায়তার- ৫ম দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নোয়াখালী সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের শ...
29/05/2023

অনার্স ভর্তি সহায়তার- ৫ম দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নোয়াখালী সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় রয়েছে - ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজে শাখার নেতৃবৃন্দ!

ভর্তি শেষ সময় ৩০ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
ইনশাআল্লাহ, আমাদের কার্যক্রম প্রতিদিন চলবে!!!

অনার্স ভর্তি সহায়তার- ৩য় দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নোয়াখালী সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের শ...
25/05/2023

অনার্স ভর্তি সহায়তার- ৩য় দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নোয়াখালী সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় রয়েছে - ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজে শাখার নেতৃবৃন্দ!

ভর্তি শেষ সময় ৩০ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
ইনশাআল্লাহ, আমাদের কার্যক্রম প্রতিদিন চলবে!!!

অনার্স ভর্তি সহায়তার- ২য় দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নোয়াখালী সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের শ...
23/05/2023

অনার্স ভর্তি সহায়তার- ২য় দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন নোয়াখালী সরকারি কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি সহায়তায় রয়েছে - ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজে শাখার নেতৃবৃন্দ!

ভর্তি শেষ সময় ৩০ মে ২০২৩ তারিখ পর্যন্ত।
ইনশাআল্লাহ, আমাদের কার্যক্রম প্রতিদিন চলবে!!!

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed_layout' of non-object
" data-ad-slot="
Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'infeed' of non-object
">

Address

Rajshahi Division

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'bottom' of non-object
" data-full-width-responsive="true">

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ:

Videos

Share

Nearby government services

Undefined property: Phalcon\Config::$details
Trying to get property 'right' of non-object
" data-full-width-responsive="true">