
11/07/2023
আজ দুপুর ১২ টায় নাক,কান, গলার ডাক্তার দেখানো হবে।
This is the official page page of Saturia Upazila Health Complex. Here you can know about d
আজ দুপুর ১২ টায় নাক,কান, গলার ডাক্তার দেখানো হবে।
সিভিল সার্জন স্যার এর তত্বাবধানে স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষে স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী তথা সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের নিয়ে মাসিক সমন্বয় সভা চলছে।
স্থান: কনফারেন্স রুম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এর উদ্ভোদনী অনুষ্ঠান। উপস্থিত আছেন উপজেলা নির্বাহী অফিসার, ইউ.এইচ.এফ.পি.ও, কৃষি অফিসার সহ অন্যান্য অফিসার বৃন্দ।
Scientific Seminar on GERD, On behalf of Square Pharmaceuticals.
Venue : Upazila Health Complex Seminar Room.
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবার মান উন্নয়ন এর জন্য স্বাস্থ্য সহকারী ও সিএইচসিপি দের নিয়ে ৩(তিন)দিন ব্যাপি দ্বায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ হচ্ছে।
স্থান: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাটুরিয়া, মানিকগঞ্জ।
আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৩ এ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
এবারের মিডওয়াইফ দিবসে বাংলাদেশের প্রতিপাদ্য ‘বাংলাদেশে মিডওয়াইফারির এক দশক।’
৭-৫-২৩
মায়ের নাম: খালেদা, বয়স: ২৫।
ছেলে, ওজন: ৩৮০০ গ্রাম।
রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের উদ্দ্যোগে আজকে সাইন্টিফিক সেমিনার।
স্থান: উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর উদ্যোগে শিশুবান্ধব হাসপাতাল কর্মসূচি বিষয়ক প্রশিক্ষণ।
আপনাদের আস্থা, আমাদের পরিশ্রম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর দক্ষ মিডওয়াইফ গন সচেষ্ট সর্বোচ্চ সেবা প্রদানের।
৯-৩-২০২৩
মায়ের নাম: রেহেনা।
বাচ্চা: মেয়ে।
ওজন: ৩৩০০ গ্রাম।
সময়: রাত ১২:৪০ মি.
মায়ের নাম: নাজমা।
বাচ্চা:মেয়ে।
ওজন: ৩৩০০ গ্রাম।
সময়: সকাল ৬:১৫ মি.
জনস্বার্থে প্রচারের জন্য।
গত ১৪/০২/২০২৩, ১লা ফাল্গুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ বরাবরের মত আরও একটি সফল নরমাল ডেলিভারি মাধ্যমে মেয়ে শিশু জন্ম নিয়েছে । মায়ের নাম: হাজেরা আক্তার, বয়স:৩৪, বাচ্চার ওজন: ৪৮০০ গ্রাম।
আজ সাটুরিয়ায় চক্ষু শিবিরে ১৬৫০ জনের চিকিৎসা দেওয়া হয়েছে।তারমধ্যে ২৫৪ জনের ছানি অপারেশন হবে। সদর হাসপতালে অপারেশন হচ্ছে।
১-২-২৩, রাত:১০টা,মায়ের নাম : লাবনী আক্তার, নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তান প্রসব করেন, ছেলের ওজন: ৩৫০০ গ্রাম।
২৯/১/২০২৩ সকাল ১০ টায় আরও একটি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। মায়ের নামঃ রেখা আক্তার, বয়সঃ২৫, বাচ্চার ওজনঃ৩৪০০ গ্রাম।
Date..23/01/23
Time..1.00 am
S*x. Female
Weight. 3300 gm
আরও একটি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। মা ও শিশু দু'জনেই সুস্থ আছেন।
উপজেলা সমাজসেবা অফিস কতৃক উপহার অব্যাহত রয়েছে।।
আমাদের দক্ষ মিডওয়াইফ গন সবসময় প্রস্তুত রয়েছে নরমাল ডেলিভারি করানোর জন্য।।
১৮/০১/২০২৩ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারি তো হচ্ছেই সেই সাথে সমাজকল্যাণ মন্ত্রনালয়ের পক্ষ হতে আছে গিফট হ্যাম্পার
সাটুরিয়া উপজেলা হাসপতালে নরমাল ডেলিভারি করালে গিফট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।চলে আসুন আমাদের সেবা নিতে।
মায়ের নাম আসমা আক্তার, বয়স-১৮ বছর। এই মায়ের গতকাল সকাল থেকে অল্প অল্প পানি ভাংছিল,তিনি রাতে হাসপাতালে ভর্তি হয়, বাচ্চার মুভমেন্ট কম ছিল,সারা রাত আমাদের দক্ষ মিডওয়াইফ গন অক্লান্ত পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যায় মা ও নবজাতকের সুরক্ষার জন্য অবশেষে আজ ১৮-১০-২০২২ সকাল ৯ঃ০০ টায় গাইনী কনসালটেন্ট, মেডিকেল অফিসার ও দক্ষ মিডওয়াইফ গন মিলে নরমাল ডেলিভারি সম্পন্ন করে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। ধন্যবাদ সকলকে।
আজ ১৭-১১-২০২২ ইং সকালে আরও একটি সফল নরমাল ডেলিভারির মাধ্যমে ছেলে সন্তানের জন্ম হয়েছে, মায়ের নাম রুবি। এটি তার তৃতীয় সন্তান।
বিথী বসাক
১২-১১-২০২২ ইং ভোর ৫.৪০ মিনিটে প্রসব ব্যথা নিয়ে ভর্তি হয় এবং দুপুর ১.২০ মিনিটে একটা সুস্থ ২৮০০ গ্রাম ওজনের ছেলে বাচ্চা প্রসব করেন।
আগ্রহ হোক হসপিটাল ডেলিভারিতে ও ভরসা রাখুন দক্ষ মিডওয়াইফদের।
নামঃ রোজিনা,
২য় বাচ্চা
ছেলে বাচ্চা
ওজন- ২৩০০ গ্রাম
ভর্তি হন সকাল ৮.৩০ মিনিটে। ডেলিভারি হয় সন্ধ্যা ৬.৪৪ মিনিটে।
৬-১১-২০২২ ইং দুপুর ২ঃ১০ মিনিটে একটি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
মা সোনিয়া আক্তার, ১ম গর্ভবতী,৩৯ সপ্তাহের গর্ভ-অবস্থায় পানি ভেঙে যাওয়া ও প্রসব ব্যথা নিয়ে ভর্তি হন ০৫/১১/২২ ইং সকাল ৭ঃ২০ মিনিটে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সারাদিন অপেক্ষার পর ০৫/১১/২২ইং বিকাল ৫ঃ৩০ মিনিটে ৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি মেয়ে বাচ্চা প্রসব করেন আমাদের দক্ষ মিডওয়াইফদের সাহায্যে।
১। মায়ের নাম হেনা। প্রথম বাচ্চা। পেটে বাচ্চার পজিশন উল্টো ছিলো। শেষ মুহূর্তে হাসপাতালে আসেন। আমাদের দক্ষ মিডওয়াইফদের প্রচেষ্টা অবশেষে ০২/১১/২২ ইং রাত ৮ঃ৪০ মিনিটে নরমালে ছেলে বাচ্চা প্রসব করানো হয়। এখন মা ও বাচ্চা দুজনেই সুস্থ আছেন।
২। মা সুর্বণার প্রথম বাচ্চা। ০৩/১১/২২ইং রাত ১ঃ৩০ মিনিটে নরমালে একটি মেয়ে বাচ্চা প্রসব করেন।
আজকেও একজনের সিজার হলো। টিম সাটুরিয়া আপনাদের সেবার জন্য প্রস্তুত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর প্রসুতি মায়ের সেবার মান উন্নয়নের জন্য আমাদের দক্ষ মিডওয়াইফ গন বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় ৩১-১০-২০২২ইং দুপুর ২ঃ৩০ মিনিটে একটি নরমাল ডেলিভারি সম্পন্ন।
৩০-১০-২০২২ ইং তারিখ দুপুর ৩ঃ১০ মিনিটে নরমাল ডেলিভারি সম্পন্ন।
আজ সাটুরিয়া হাসপতালে ৩ জনের সিজারিয়ান হলো।প্রত্যেকের যৌতিক কারন রয়েছে।একজনের হেপাটাইটিস পজিটিভ ছিল।এধরণের রুগীদের খরচ বেশি হয়।কারন অনেক জিনিষ ফেলে দিতে হয়। আসুন সেবা নিন।সিজার করতে হলে আমাদের হাসপতালে চেক আপ করতে হবে।
আরও একটি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন। ২৫-১০-২০২২ ইং। সন্ধা- ৭ঃ৪০।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আগত সকল নতুন ''মা'' দের আস্থার এক কেন্দ্রস্থল হতে আমরা বদ্ধপরিকর। তারই ধারাবাহিকতায় আজ ২৪-১০-২০২২ইং বিকেলে আরও দুটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে।
আজ ২৪-১০-২০২২ ইং, সকাল ৬ঃ১০ মিনিটে
আমাদের দক্ষ মিডওয়াইফদের প্রচেষ্টায় দীর্ঘ প্রতিক্ষার পর ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়েছে নরমাল ডেলিভারির মাধ্যমে, এই সন্তান মায়ের তৃতীয় সন্তান।
গতকাল ২২-১০-২০২২ ইং তারিখে রাত ৯ঃ০০ ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাটুরিয়ায় আরও একটি সফল নরমাল ডেলিভারি সম্পন্ন হলো। আর আরেকটা বিষয়ে আপনাদের জানাতে চাই তা হলো এই মায়ের আগে একটি বাচ্চা আছে যা সিজারিয়ান এর মাধ্যমে হয়েছিলো এবং তার সিজার এর ডেট ছিল আজ, কিন্তু ২য় বাচ্চা হয়েছে নরমাল ডেলিভারিতে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সেবার গুনগত মান নিয়ে এখনও যাদের মধ্যে সংশয় আছে, আমরা তাদের পাশে আছি, আপনারাও যখন আপনাদের কাংক্ষিত সেবা গ্রহন করবেন তখনই অনুধাবন করবেন। আগের সাফল্যের ধারাবাহিকতায় আবারও ২০-১০-২০২২ইং তারিখে দিবাগত রাতে দক্ষ মিডওয়াইফ গনদের চেষ্টায় তিনটি নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। এই সাফল্য শুধু আমাদের নয় তাদেরও যারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,সাটুরিয়ার প্রতি আস্থা রেখেছেন।
প্রিয় সাটুরিয়া উপজেলাবাসী গতকাল ১৮-১০-২০২২ইং এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাটুরিয়াতে দক্ষ মিডওয়াফদের প্রচেষ্টায় নরমাল ডেলিভারির মাধ্যমে আবারও একটি মাইলফলক হলো। মা ও নবজাতক শিশু দু'জনেই সুস্থ আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ আসুন বিনামূল্যে নরমাল ডেলিভারি নিশ্চিত করুন।
আজ সাটুরিয়া হাসপতালে সিজার হলো,বাচ্চাও মা সুস্থ রয়েছে।
আপনারা আমাদের সেবা নিতে চলে আসুন।
Delhi
Be the first to know and let us send you an email when Saturia Upazila Health Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
The Geography Department Of Kamala Nehru Coll
August Kranti MargNational e-Governance Division
Lodhi Road