Baharuddin Mondal AITC

Baharuddin Mondal AITC political Organization

08/09/2024
08/09/2024

SSKM হসপিটালে বিনা চিকিৎসায় মারা গেলো ৩৩ বছর বয়সী রিষড়ার রাজীব দে ! আর কতো মানুষ বিনা চিকিৎসায় প্রাণ দেবে !!
এর জন্য কি নাগরিক সমাজ রাস্তায় নামবে !!

হরিয়ানায় বাঙালি পরিযায়ী শ্রমিকের খু.নের প্রতিবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে INTTUC-এর ধর্মতলা থেকে কলেজ স্কোয়া...
08/09/2024

হরিয়ানায় বাঙালি পরিযায়ী শ্রমিকের খু.নের প্রতিবাদে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে INTTUC-এর ধর্মতলা থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল। সঙ্গে স্বপন সমাদ্দার, সোমনাথ শ্যাম ও অন্যান্যরা।
Inttuc West Bengal

হরিয়ানায়  বাসন্তীর সাবির আলি হত্যাকাণ্ডের পর এবার রাজস্থানে পিটিয়ে খুন করা হলো মালদহের হরিশ্চন্দ্রপুরের মতি আলি। রাজস...
08/09/2024

হরিয়ানায় বাসন্তীর সাবির আলি হত্যাকাণ্ডের পর এবার রাজস্থানে পিটিয়ে খুন করা হলো মালদহের হরিশ্চন্দ্রপুরের মতি আলি। রাজস্থানে সোনার দোকানে দীর্ঘ কুড়ি বছর কাজ করতেন মতি আলি। সেখানে উড়িষ্যা ও বিহারের সহকর্মীরা পিটিয়ে খুন করে। হরিয়ানার পর বিজেপি শাসিত রাজস্থানে বারবার বাংলার পরিযায়ী শ্রমিকদের আক্রমণ করা হচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রতিবাদে সরব হওয়া খুব জরুরী। বাংলার পরিযায়ী শ্রমিকদের বিরুদ্ধে যে ঘৃনা ছড়ানোর চক্রান্ত চলছে যার পরিণতিতে এসব ঘটনা ঘটছে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে এই খেটে খাওয়া মানুষদের পাশে দাঁড়াবে কে?

স্যোশাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া সেই বাহিনীকে নিশ্চয়ই আপনাদের মনে আছে।...
07/09/2024

স্যোশাল মিডিয়াতে ভাইরাল ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া সেই বাহিনীকে নিশ্চয়ই আপনাদের মনে আছে। সাধারণ নাগরিক সেজে মিছিল থেকে একজন শিশুকণ্যাকে ধর্ষণ করলে ১৫ লাখ টাকা দেওয়ার ঘোষণা করে জান্তব উল্লাসে হাততালি দেওয়া সেই মহিলারা নিজেদেরকে সাধারণ নাগরিক সমাজের মহিলা বলে দাবী করলেও আদতে যে তারা সকলেই বিজেপি পার্টির কর্মী সেটার প্রমাণ নিজের চোখেই দেখে নিন।

এরা বলেছিল যে এরা নিরপেক্ষ এবং এর জন্য ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ করছে। কিন্তু অগ্নিমিত্রা পল এবং সুকান্ত মজুমদার সহ বিজেপির রাজ্য নেতৃত্বের সাথে (বিজেপির দলীয় ধর্ণামঞ্চের ছবিতে) এদের উপস্থিতির ছবি পাওয়া গেছে।

আর জি কর কাণ্ডে ‘জাস্টিস’ চেয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ প্রসূতি ম...
07/09/2024

আর জি কর কাণ্ডে ‘জাস্টিস’ চেয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি। গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ প্রসূতি মহিলার মৃত্যু হয়। শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলিয়া-রানাঘাটের মাঝে, ১২ নম্বর জাতীয় সড়কে। মৃতার নাম দুর্গা শীল (২৩)।

প্রকাশ্য দিনের বেলায় ব্যস্ত রাস্তায় একেবারে লোকের মাঝে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ! আর সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ না করে...
06/09/2024

প্রকাশ্য দিনের বেলায় ব্যস্ত রাস্তায় একেবারে লোকের মাঝে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ! আর সেই ধর্ষণের ঘটনার প্রতিবাদ না করে তার ভিডিও করল পথচারীরা। নক্কারজনক এই কাণ্ড ঘটেছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে। এই হল প্রতিটি বিজেপি শাসিত রাজ্যের চিত্র।


06/09/2024

যদি আরজি করের নির্যাতিতার জন্য প্রকৃত অর্থে বিচার চান তাহলে সিবিআইয়ের অপেশাদার ও দায়িত্বজ্ঞানহীন এই আচরণের বিরুদ্ধে গলার আওয়াজ তুলুন।

আর জি কর মামলায় আজকে সঞ্জয় রাইকে কোর্টে পেশ করার কথা ছিল। কিন্তু এই ঘটনার বিখ্যাত তদন্তকারী আধিকারিক আসার প্রয়োজনবোধ করেননি। শুনানির সময় কোন সিনিয়র আইনজীবী উপস্থিত ছিল না। এটার আপনি কি উত্তর দেবেন? এটা একেবারেই শকিং!

কলকাতা পুলিশ যদি এটা করত❓
মা-মাসি এক হয়ে যেত আন্দোলন কারি দের কাছে!

সিবিআইকে এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতার জন্য কি ক্ষমা করা যায়!



Video 🎥 from

এক শ্রেণীর দুষ্কৃতি আন্দোলনের নামে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক...
05/09/2024

এক শ্রেণীর দুষ্কৃতি আন্দোলনের নামে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ হ্যাক করতে চাইছেন এবং সার্ভার থেকে তারা আধার কার্ড, পাসপোর্টের ডিটেলস সমস্ত কিছু ডিলিট করে দেওয়ার জন্য সাইবার হ্যাকার খুঁজছে এবং তা তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রকাশ্য আলোচনা করছে। সবচেয়ে সাংঘাতিক, রীতিমতো প্রকাশ্যে সাইবার ক্রাইম চলছে। এরা এতটাই বেপরোয়া যে, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ গ্রুপে দিয়ে সকলকে রিপোর্ট করতে বলছে, যাতে পেজটি উড়িয়ে দেওয়া যায়!

ধর্ষক ও খুনের অপরাধী ভন্ড বাবা রাম রহিমকে ছয়বার বিজেপি রাজ্য সরকারের অনুমোদনক্রমে প্যারোল দেওয়া, হরিয়ানার সুনারিয়া স...
04/09/2024

ধর্ষক ও খুনের অপরাধী ভন্ড বাবা রাম রহিমকে ছয়বার বিজেপি রাজ্য সরকারের অনুমোদনক্রমে প্যারোল দেওয়া, হরিয়ানার সুনারিয়া সংশোধনাগারের প্রাক্তন জেলার সুনীল সাংওয়ান বিজেপিতে যোগদান করলেন। রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে তার চরখি দাদরি থেকে বিজেপি প্রার্থী হওয়ার সম্ভাবনা।

জাস্টিস ফর সেল্ফি টাইম! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
04/09/2024

জাস্টিস ফর সেল্ফি টাইম! 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

এই আন্দোলনে আমি থাকছি।আর আপনারা?
04/09/2024

এই আন্দোলনে আমি থাকছি।
আর আপনারা?

হরিয়ানাতে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, চাকরি প্রদান ভূমি সংস্কার দফতরে।।
04/09/2024

হরিয়ানাতে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, চাকরি প্রদান ভূমি সংস্কার দফতরে।।

04/09/2024

ঠিক যেমন Rgkor নিয়ে প্রতিবাদ উচিত,ভাবা উচিত কিন্তু আপনি তো বাংলার এক দায়িত্বশীল নাগরিক কেন সাবির কে নিয়ে একটা শব্দ ও ব্যায় করলেন না??
সাবির এলিট শ্রেণীর নয় বলে??
সাবির পুরুষ বলে???
সাবির প্রান্ত গ্রামের বলে??
নাকি সাবিরের মৃত্যুর প্রতিবাদে কোনো স্বার্থ নেই বলে???
হরিয়ানায় ২৩ বছরের ছেলে টা কে পি,টি,য়ে হ,ত্যা টা তে আপনার মন কাঁদে নি???

প্রতিবাদ হোক প্রতিবাদ চলুক, তিলোত্তমার বিচার চাই কিন্তু সাবির বাদ গেলেও চলবে না 😊

04/09/2024

Address

Basirhat

Telephone

+919091999710

Website

Alerts

Be the first to know and let us send you an email when Baharuddin Mondal AITC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Baharuddin Mondal AITC:

Videos

Share