Punak satkhira

  • Home
  • Punak satkhira

Punak satkhira পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরা।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),সাতক্ষীরার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ.....বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুন...
17/03/2024

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),সাতক্ষীরার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ.....

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরার উদ্যোগে কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার ১৭ মার্চ ২০২৪ খ্রিঃ তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উপলক্ষে পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিনে জেলার প্রত্যন্ত এলাকার বয়স্ক,বিধবা,স্বামী পরিত্যক্তা,অসহায় ও প্রতিবন্ধী মহিলাদের মাঝে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জনাব শাহনাজ সুলতানা,সাধারণ সম্পাদিকা,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),জনাব সিতিমা সুলতানা,কোষাধ্যক্ষ,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা সহ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুনাক, সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন:অদ্য ২১শে ফেব্রুয়ারি-২০২৪ খ্রিঃ মহান শহীদ দ...
21/02/2024

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুনাক, সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন:

অদ্য ২১শে ফেব্রুয়ারি-২০২৪ খ্রিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা সদরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে অবস্থিত জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরার পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এই সময় উপস্থিত ছিলেন জনাব শাহনাজ সুলতানা,সাধারণ সম্পাদিকা,পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক),সাতক্ষীরা, জনাব সিতিমা সুলতানা,কোষাধ্যক্ষ, পুনাক,সাতক্ষীরা সহ জেলা পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ।

04/12/2023
“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন।”স্লোগান-কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষ...
09/03/2023

“ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,
জেন্ডার বৈষম্য করবে নিরসন।”
স্লোগান-কে সামনে রেখে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৩ উপলক্ষে অদ্য ৯ মার্চ ২০২৩ খ্রিঃ তারিখে পুলিশ লাইন্স,সাতক্ষীরাতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ),সাতক্ষীরা। উক্ত র‍্যালিতে অংশগ্রহণ করে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক সাতক্ষীরা শাখার নারী পুলিশ সদস্যগণ এবং জেলা পুলিশ,সাতক্ষীরার সদস্যগণ।

25/12/2022
বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),সাতক্ষীরা এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরন...𝙿𝙾𝙻𝙸𝙲𝙴 𝙼𝙴𝙳𝙸𝙰 𝙲𝙴𝙻𝙻 𝚂𝙰𝚃𝙺𝙷𝙸𝚁𝙰 [23 𝙳𝙴...
23/12/2022

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক),সাতক্ষীরা এর উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরন...
𝙿𝙾𝙻𝙸𝙲𝙴 𝙼𝙴𝙳𝙸𝙰 𝙲𝙴𝙻𝙻 𝚂𝙰𝚃𝙺𝙷𝙸𝚁𝙰
[23 𝙳𝙴𝙲𝙴𝙼𝙱𝙴𝚁 𝟸𝟶𝟸𝟸]
সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে শহরের খুলনা রাস্তার মোড়ে অদ্য ২৩ ডিসেম্বর ২০২২ খ্রিঃ তারিখ শুক্রবার রাতে গরীব,দুস্থ,ছিন্নমূল অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন পুনাক সভানেত্রী,সাতক্ষীরা জনাব মোছাঃমরিয়ম খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ),সাতক্ষীরা নারী কল্যাণ সমিতি(পুনাক) সাধারণ সম্পাদিকা জনাব শাহনাজ সুলতানা সহ পুনাক সাতক্ষীরার অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

𝙿𝙾𝙻𝙸𝙲𝙴 𝙼𝙴𝙳𝙸𝙰 𝙲𝙴𝙻𝙻 𝚂𝙰𝚃𝙺𝙷𝙸𝚁𝙰 [𝟷𝟼 𝙳𝙴𝙲𝙴𝙼𝙱𝙴𝚁 𝟸𝟶𝟸𝟸]মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব...
16/12/2022

𝙿𝙾𝙻𝙸𝙲𝙴 𝙼𝙴𝙳𝙸𝙰 𝙲𝙴𝙻𝙻 𝚂𝙰𝚃𝙺𝙷𝙸𝚁𝙰
[𝟷𝟼 𝙳𝙴𝙲𝙴𝙼𝙱𝙴𝚁 𝟸𝟶𝟸𝟸]
মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে সাতক্ষীরা খুলনার রাস্তার মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন পুনাক সভানেত্রী,সাতক্ষীরা জনাব মোছাঃমরিয়ম খাতুন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা নারী কল্যাণ সমিতি (পুনাক) সাধারণ সম্পাদিকা জনাব শাহনাজ সুলতানাসহ পুনাক সাতক্ষীরার অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ

অদ্য- ১৬/০৮/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে, সভাকক্ষ পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরাতে, প...
16/08/2022

অদ্য- ১৬/০৮/২০২২ খ্রিঃ তারিখে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর আয়োজনে, সভাকক্ষ পুলিশ সুপারের কার্যালয় সাতক্ষীরাতে, পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী মিসেস নাদিয়া আফরোজ এর বিদায় সংবর্ধনা জানান।উক্ত অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতি স্মারক প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয় , এছাড়া ও সাতক্ষীরা (পুনাক) এর উপদেষ্টা । আরো উপস্থিত ছিলেন মিসেস নাদিয়া আফরোজ , সভানেত্রী (পুনাক), অনন্যা ইসলাম, সহ-সভানেত্রী (পুনাক), আসমাউল হুসনা ,বিশেষ অতিথি (পুনাক), শাহনাজ সুলতানা সাধারণ সম্পাদিকা, (পুনাক), রিতু ঘোষ, উৎপাদন ও বিপণন সম্পাদিকা (পুনাক), পিতিমা আলীম শিলা ,কোষাধক্ষ্য (পুনাক ),শাহারিয়ার রহমান তিষা, যোগাযোগ সম্পাদিকা (পুনাক), লিপি রায় চৌধুরী, সদস্য(পুনাক)ও পুলিশ লাইন্স স্কুলের শিক্ষিকাঃ খালেদা ফেরদৌস, ফিরোজা খাতুন। এছাড়া ও উপস্থিত ছিলেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

16/08/2022

বিগত তিন বছরে সাতক্ষীরা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সভানেত্রী জনাব নাদিয়া আফরোজ।
যে সকল সামাজিক এবং উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণ করেছেন তারই কিছু খন্ডচিত্র তুলে ধরা হলো।

আজ ১৫ই আগস্ট/২০২২ খ্রিঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০...
15/08/2022

আজ ১৫ই আগস্ট/২০২২ খ্রিঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) সাতক্ষীরার আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল সেড প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) মহোদয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব নাদিয়া আফরোজ সভাপতি পুনাক সাতক্ষীরা। অনুষ্ঠান শেষে সভাপতি মহোদয় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম  শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন করেন সাতক্ষী...
15/08/2022

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পুস্পস্তবক অর্পন করেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার এর ( সহধর্মিণী , সভানেত্রী, পুনাক) সাতক্ষীরা জেলা।
আজ ১৫ই আগস্ট/২০২২ খ্রিঃ স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষ্যে সাতক্ষীরা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জনাব নাদিয়া আফরোজ, সভানেত্রী পুনাক, সাতক্ষীরা, ( সহধর্মিণী, পুলিশ সুপার, সাতক্ষীরা ) এবং সাতক্ষীরা জেলা পুনাকের অন্যান্য সদস্যগণ।

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা অংশগ্রহন ...
24/03/2022

শহীদ আব্দুর রাজ্জাক পার্কে আয়োজিত মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), সাতক্ষীরা অংশগ্রহন করে। ১৭/০৩/২০২২ হতে ২৪/০৩/২০২২ খ্রিঃ তারিখ মেলা চলাকালীন স্টল এর কিছু স্থির চিত্র।

নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ  বিশ্ব গড়ার  প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক। ব...
08/03/2022

নারীর প্রতি সব ধরনের বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুখী ও সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে নারীর এগিয়ে চলা আরও বেগবান হোক।
বাংলাদেশসহ সারা বিশ্বের নারী সমাজকে সাতক্ষীরা জেলা নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ...
21/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জনাব নাদিয়া আফরোজ, সভানেত্রী পুনাক, সাতক্ষীরা মহোদয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুনাকরে সকল সদস্যবৃন্দ এবং জেলা পুলিশের সর্বস্তরের অফিসারবৃন্দ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Punak satkhira posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your organization to be the top-listed Government Service?

Share