17/04/2024
আয়নাখাল রাজ্যেস্বরপুর মণ্ডলে উঠান বৈঠকের কিছূ ছবি।
উঠান বৈঠক
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJYM AR Mandal Hailakandi, Political organisation, .
আয়নাখাল রাজ্যেস্বরপুর মণ্ডলে উঠান বৈঠকের কিছূ ছবি।
উঠান বৈঠক
আজ লালামুখ জিপি তে যুব মোর্চা জিলা সভাপতি ড. মিলন দাস ,যুব মোর্চা আয়নাখাল রাজ্যেস্বরপুর মণ্ডল সভাপতি বিবেকানন্দ রাই , প্রাক্তণ রাজ্যেস্বরপুর জিলা পরিষদ সদস্য রাজুনাথ মহাশয়ের উপস্থিতিতে একটি সম্পন্ন হয় ॥
Kripanath Mallah
BJYM Hailakandi
Dr. Milon Das
আজ নবোদয় এর একটি গ্রামে সংখ্যলঘু জনগণের সাথে কয়েকটি উঠান বৈঠক সম্পন্ন হয় । সাংসদ কৃপানাথ মাল্লাহ মহাশয়ের বিগত দিনে ওই গ্রামে করা কিছু প্রকল্পের বিষয়ে স্থানীয় জনগণের কাছে তুলে ধরা হয় ।এবং তাহারা জানায় এই বার তাদের বুথ সেন্টার এ অধিক থেকে অধিক তম সংখ্যালঘু ভোট বিজেপি তে আসবে ।
সঙ্গে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা যুব মোর্চা জিলা উপ সভাপতি সুব্রত সিং যুব মোর্চা জিলা সোশ্যাল মিডিয়া ইনচার্জ সৌমিত্র দে , যুব মোর্চা আয়নাখাল রাজ্যেস্বরপুর মণ্ডল সভাপতি বিবেকানন্দ রাই বুথ সভাপতি বিশু দাস ও আমার ছোট ভাই সৌরভ শুক্লবৈদ্য ও রাজদীপ দে ।
Kripanath Mallah
BJYM Hailakandi
Dr. Milon Das
গতকাল খানাপাড়া ভেটেরিনারি কলেজের খেলার মাঠ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীরজীর দ্বারা প্রকল্পগুলির উদ্বোধন:
👉 মা কামাখ্যা ভারত সরকারের পিএম ডিভাইন প্রকল্পের অধীনে করিডোরে প্রবেশ করেছে।
👉 ৩৪৪৪ কোটি টাকার উপর নির্ভর করে ৩৮টি সেতু ও ৪৩টি রাস্তার আপগ্রেড
👉একতা মল যা আসামের বাণিজ্যিক সম্প্রসারণে বিশেষভাবে অবদান রাখতে হবে।
👉 চন্দ্রপুর স্টেডিয়াম আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা সহ ৩০০ কোটি টাকা
👉 গুয়াহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতাল আপগ্রেড প্রকল্প
831 কোটি টাকা ব্যয়ে নেহেরু স্টেডিয়ামকে ফিফা স্ট্যান্ডার্ড ফুটবল স্টেডিয়ামে উন্নীত করা হয়েছে
করিমগঞ্জে ৫৭৮ কোটি টাকা ব্যয়ে মেডিকেল কলেজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
592 কোটি টাকা ব্যয়ে দোলাবাড়ি থেকে জামুগুড়ি পর্যন্ত চার লেন জাতীয় সড়কের জমকালো উদ্বোধন
HailakandiDr. Milon DasBJYM AssamPhanindra Nath Sarma FansBJYM AR Mandal HailakandiSaumitro DeyBharatiya Janata Party (BJP)
আমোদের প্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর অপেক্ষায় অসমএর জনতার উৎসুকতা॥
HailakandiBJYM AssamDr. Milon DasPhanindra Nath Sarma FansBJYM AR Mandal HailakandiBharatiya Janata Party (BJP)
ভারতীয় জনতা জনতা যুব মোর্চা হাইলাকান্দি জিলার ৮টি মণ্ডলের নবনিযুক্ত সকল মণ্ডল সভাপতি কে জানাই গৈরিক অভিনন্দন ।
BJYM Hailakandi
BJYM Assam
Bharatiya Janata Party (BJP)
ভারতীয় জনতা যুব মোর্চা হাইলকান্দি জিলা উপ সভাপতি সুব্রত সিং মহাশয় আজ রাম লাল্লার প্রতিষ্টা দিবস উপলক্ষ্যে গাগলাছড়া বাগান , গাগলাছড়া কলোনি , কালাছড়া বাগান ও কালাছড়া বাজারের কিছূ খেলোয়াড় দের কে বলিবল ও ফুটবল বিতরণ করেন ।
HailakandiDr. Milon DasPhanindra Nath Sarma FansBJYM Assam
HailakandiDr. Milon Das
ভারতীয় জনতা যুব মোর্চা হাইলকান্দি জিলা সমিতি দারা অয়োজিত বিনামূল্যে শারীরিক প্রশিক্ষণ শিবির ৪ কাটলিছড়া মাঠ এ আগামী ১ জানুয়ারী থেকে শুরু হবে , তাই আজ ২১ বেটলিয়ান ক্যাম্প এ প্রশিক্ষক দের সঙ্গে দেখা করে মাঠ পরিদর্শন করা হয়।
ভারতীয় জনতা যুব মোর্চা, আসাম প্রদেশ ,দ্বারা ৰাজ্যিক বিজেপি অফিস গুয়াহাটি তে একটি সাংগঠনিক সভা অনুষ্টিত হয়। সভায় ভারতীয় জনতা যুব মোর্চা, আসাম প্রদেশের মাননীয় সভাপতি শ্রী সিদ্ধাঙ্কু অঙ্কুর বড়ুয়া মহাশয় সভাপতিত্ব করেন এবং যুব মোর্চার বিভিন্ন সাংগঠনিক ও সামাজিক মাধ্যম নিয়ে আলোচনা করেন।
সভায় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি, আসাম প্রদেশ রাজ্যের সাংগঠনিক সাধারণ সম্পাদক জি আর রবীন্দ্র রাজু মহাশয় , ভারতীয় জনতা পার্টি, আসাম প্রদেশের রাজ্য সাধারণ সম্পাদক দিপ্লুরঞ্জন শর্মা মহাশয় , মাননীয় সাংসদ এবং মুখ্যমন্ত্রীর রাজনৈতিক সচিব পবিত্রা মার্গেরিটা মহাশয় , ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক শ্রী রাজু বিস্তা মহাশয় , মাননীয় জাতীয় কোষাধ্যক্ষ ও রাজ্য যুব মোর্চার ইনচার্জ পিএম সাই প্রসাদ মহাশয় , ভারতীয় জনতা পার্টি সোশ্যাল মিডিয়া ইনচার্জ এবং আসাম প্রদেশের রাজ্য মুখপাত্র শ্রী কিশোর উপাধ্যায় মহাশয় , ভারতীয় জনতা পার্টি আসাম প্রদেশ আহ্বায়ক মি. জিটাঙ্কুর দাস, আইটি সেলের আহ্বায়ক শ্রী অমিতাভ ভট্টাচার্য, ভারতীয় জনতা যুব মোর্চার মাননীয় জাতীয় কার্যনির্বাহী সদস্য শ্রী অরবিন্দ দামানি, যুব মোর্চার দুই সাধারণ সম্পাদক শ্রী তাপস কলিতা এবং শ্রী ত্রিদিবজ্যোতি মারান যথাক্রমে আহ্বায়ক এবং সহ-আহ্বায়ক ছিলেন।
Nath Sarma FansBJYM AR Mandal HailakandiBJYM HailakandiDr. Milon DasBJYM AssamSaumitro Dey
এর অন্তর্গত কোকরাঝাড় জিলায় দলের কাজে দ্বিতীয় দফার প্রবাসে ভারতীয় জনতা যুব মোর্চা হাইলাকান্দি জিলা সভাপতি ড মিলন দাস মহাশয়।
দাদা ভগবানের কাছে আপনার সু স্বাস্থ্যের কামনা করি।
HailakandiDr. Milon DasPhanindra Nath Sarma FansBJYM AR Mandal HailakandiBJYM AssamSaumitro Dey
ভারতীয় জনতা যুব মোর্চা হাইলাকান্দি জেলা সমিতির উদ্যোগে হাইলাকান্দি পুলিশ প্রশাসন ও সি.আর.পি.এফ বাহিনীর সহযোগিতায় শারীরিক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হবে। এতএব সেনা বাহিনী, আসাম পুলিশ, ব্যাটালিয়ন এর চাকুরী প্রত্যাশী যুবক-যুবতী গন আমাদের জেলা যুব মোর্চার সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ব্যানারে উল্লেখিত স্থানে তারিখ ও সময় অনুসারে উপস্থিত থাকবেন।
নিচে আমাদের Google Form লিংক দেওয়া হলোFill up করুণ।
Join 👇
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSd-_-lXsMWl1nIUeR1pHsQy_74NGEh03bZqe3Cc7-K9Sdnuig/viewform?usp=sf_link
BJYM Hailakandi
Dr. Milon Das
আজ রবীন্দ্র ভবনে ফ্রী কোচিং প্রত্যাশী দের সঙ্গে শিক্ষক গনের সাথে পরিচয় পর্ব সম্পন্ন হয় উপস্থিত ছিলেন 300 এর ও অধিক ছাত্র । আগামী কাল থেকে শুরু হবে নিয়মিত প্রশিক্ষণ।
BJYM Hailakandi
Dr. Milon Das
BJYM লালা টাউন মন্ডল সভাপতি সুভাষ নাথ কে জন্মদিনের অনেক অকেক শুভেচ্ছা!
জীবনে অনেক মানুষ পেয়েছি কিন্তু কিছু মানুষ আছে যাদের কে ভুলা যায় না , দেখা মাত্র মনে একটা খুশি , সম্মান ও শ্রদ্ধা জেগে উঠে আবার অন্য দিকে না দেখলে একটা অভাব এর অনুভূতি আসে ,
সব শেষে আমাদের ভারতীয় জনতা যুব মোর্চা হাইলাকান্দি জেলা উপ সভাপতি আমাদের প্রিয় দুলু দাকে
শুভ জন্ম দিনের শুভেচ্ছা জানাই
ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী শ্রী রাম চন্দ্রের কাছে দীর্ঘ জীবী হওয়ার প্রার্থনা জানাই !!
আমাদের সকলের প্রিয় Phanindranath Sarma মহাশয় আসাম এবং ত্রিপুরা তে পদ্মফুল ফুটাতে যে পরিশ্রম করেছেন তা ইতিহাস হয়ে থাকবে।
BJYM AR Mandal Hailakandi এর পক্ষ থেকে উনাকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা এবং হরিয়ানা তেও উনার সাংগঠনিক সফলতা কামনা করছি । ভারত মাতা কী জয়।🙏🙏🙏
BJYM HailakandiBJYM AssamDr. Milon DasPhanindra Nath Sarma Fans
Mann ki baat
BJYM HailakandiBJYM AssamDr. Milon Das@
ভারতীয় জনতা যুব মোর্চা BJYM AR Mandal Hailakandi ব্যবস্হাপনায় মন্ডলের বি বিভিন্ন জিপিতে #নতুন_ভোটার_পঞ্জিয়ন নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় |
BJYM HailakandiDr. Milon DasBJYM Assam@
েবাই_সংগঠন_____
ভারতীয় জনতা যুব মোর্চা হাইলাকান্দি জেলার ব্যবস্থাপনায় আজ #জেলার_বিশেষ_সেবা_কার্য হিসাবে কাটলীছড়া স্হিত বৃদ্ধাশ্রমে থাকা পিতৃ - মাতৃ সমতুল্য পিতৃ - মাতৃদের মধ্যে বস্ত্রদান ও
মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয় | এতে উপস্হিত ছিলেন জেলা যুব মোর্চা ভারপ্রাপ্ত সভাপতি #সুব্রত সিং মহাশয়, জেলা উপ সভাপতি #দুলন নাথ মহাশয়, জেলা দুই সাধারন সম্পাদক #শুভব্রত দেব ও #রমেশ বরাইক মহাশয়, জেলা সম্পাদক অমিত দেবনাথ মহাশয় সহ জেলা ও মন্ডল স্হরের যুব কার্যকর্তাগন ||
Dr. Milon Das
ংবর্ধনা_____
BJYM AR Mandal Hailakandi সভাপতি #আনন্দ_রাই মহাশয়, জেলা যুব মোর্চা ভারপ্রাপ্ত সভাপতি #সুব্রত_সিং মহাশয় ও মন্ডল সাধারণ সম্পাদক #সৌমিত্র_দে মহাশয় মাধ্যমিকে উত্তীর্ণ মেধাবী ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ঞ্জাপন করেন |
BJYM HailakandiDr. Milon DasBJYM Assam
Booth bahini formation
#বুথ-বাহিনী-নিরক্ষন-ও-পুনর্গঠন
BJYM HailakandiBJYM Hailakandi Dr. Milon Das
আমাদের প্রভারি অমিত দেবনাথ মহাশয় কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা!!
#বুথ-বাহিনী-নিরক্ষন-ও-পুনর্গঠন
BJYM Hailakandi Dr. Milon Das
Be the first to know and let us send you an email when BJYM AR Mandal Hailakandi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Want your organization to be the top-listed Government Service?