21/09/2018
ধন্যবাদ
ফেনী জেলা আওয়ামীলীগ
ধন্যবাদ মুক্তিযুদ্ধের ও ভাষা আন্দোলনের চেতনা ধারীদের।
আওয়ামীলীগের নির্বাচনী মার্চ ফেনীতে আসা উপলক্ষে ফেনীতে তাদের পথসভা করার জন্য বানানো হচ্ছে স্টেজ।
তাও অন্য কোন জায়গায় না,,,,শহীদ মিনারের ভিতরে শহীদ মিনারের দেওয়াল ভেঙ্গে স্টেজ করতেছে তারা।
একদিকে চেতনা অন্যদিকে কালো টাকার চড়াচড়ি কোন দিকে যাচ্ছি আমরা।
শহীদ মিনার কে অপমান ও জাতির সাথে টামাশা করার অধিকার দিলো কে তাদের।
কোথায় আজকে সেই তথাকথিত শুশীলরা যারা মুখে সুশাসনের কথা বলে অন্যায়ের কথা বলে নাগরিকত্বের কথা বলে অধিকারের কথা বলে মুখে ফেনা তুলে ফেলো।
আজকে কোথায় তারা
তারা কি দেখছে না কিছু না দেখেও না দেখার বান করে আছে।
সরকারি জায়গায় সরকারি খরচে,, নির্মিত দেয়াল ভেঙ্গে পথসভার স্টেজ করা,,,আবার সরকারি খরচে সেটা পুর্ণ নিন্মান করার অধিকার তাদের কে দিয়েছে।