
20/01/2025
আবারো লাভপুর বিধানসভার সকল এলাকাবাসীর কাছে একটি খুবই আনন্দের খবর যে আমাদের সকলের প্রিয় লাভপুর বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের মেন্টর মাননীয় শ্রী অভিজিৎ সিনহা (রানা) মহাশয়ের ঐকান্তিক প্রচেষ্টায় দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি বাস প্রতিদিন লাভপুর নতুন বাস স্ট্যান্ড হইতে সকাল ৭:৩০টা ছেড়ে ভায়া কীর্ণাহার ফুটিসাঁকো, কেতুগ্রাম, কাটোয়া হয়ে নবদ্বীপ ধাম যাবে এবং ওই একই রুটে বাসটি বিকাল ৪টা নবদ্বীপ ধাম ছেড়ে লাভপুর ফিরে আসবে। আজ সেই বাস পরিষেবাটি মাননীয় বিধায়ক মহাশয় নিজ হস্তে শুভ উদ্বোধন করলেন তার কিছু বিশেষ মুহূর্ত। উপস্থিত ছিলেন শ্রী সুভাষ মন্ডল মাননীয় চেয়ারম্যান দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, বিডিও সাহেব লাভপুর। এছাড়াও উপস্থিত ছিলেন মান্নান সাহেব, শ্রী তরুণ চক্রবর্তী, সাবিনা খাতুন, শ্রী শোভন চৌধুরী, শ্রী প্রবীর পাঠক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।