বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার শহর সংসদ

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার শহর সংসদ ছাত্র রাজনীতি আগামীর নেতৃত্বের সূচনা। শ্রমের বাজারে আজকের সমস্যার কথায় ছাত্রের দাবী..।

"ছাত্র ইউনিয়নের দৃষ্টিভঙ্গি"১৯৫২ সালের ভাষা আন্দোলনে অগ্নি গর্ভে জন্ম নেওয়া বুর্জোয়া শাসন-শোষণ-বৈষম্যের বিরুদ্ধে গড়ে উঠা...
19/09/2024

"ছাত্র ইউনিয়নের দৃষ্টিভঙ্গি"

১৯৫২ সালের ভাষা আন্দোলনে অগ্নি গর্ভে জন্ম নেওয়া বুর্জোয়া শাসন-শোষণ-বৈষম্যের বিরুদ্ধে গড়ে উঠা বিপ্লবী ধারার ছাত্র গণ সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। আকাশ থেকে পড়া বা হঠাৎ জন্ম নেওয়া কোনো সংগঠন নয় ছাত্র ইউনিয়ন। এর পিছনে রয়েছে ব্রিটিশ ও পাকিস্তানীদের শোষণের ইতিহাস। আজ ৬৫ বছরের ইতিহাসে এর জ্ঞান ভাণ্ডারে জমা হয়েছে দীর্ঘদিনে আন্দোলন সংগ্রামের রাজনৈতিক অভিজ্ঞতা। যা আমাদের পথ দেখায়, স্বপ্ন দেখায় সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি তাদের দারিদ্র বাবা-মা ও বোনের উপর যখন ধর্ষণ ও রাষ্ট্রীয় নিপীড়ন নেমে আসে কি সামাজিক বা ব্যক্তিগত ভাবে তখন সোচ্চার হতে।

আমরা রাজনীতি করতে চাই না। পড়াশোনা করতে চাই, গবেষণা করতে চাই কিন্তু এই বুর্জোয়া রাষ্ট্র তা নিশ্চিত করে না। বুর্জোয়া শিক্ষাদর্শনে যাদের টাকা আছে শুধু মাত্র তারাই পড়াশোনা করতে পারে। তাই আমরা অনেকেই পেটি বুর্জোয়ার সন্তান হলেও দারিদ্র মানুষের প্রতি দায়িত্ববোধ কাজ করে। ব্যক্তিগত ভাবে কাউকে দান খায়রাত করে আত্মতৃপ্তিতে ভোগার মত লোক আমরা নই। আমরা সামগ্রিক ভাবে স্থায়ী পরিবর্তন চাই। আমরা উপলদ্ধি করি- আমাদের বই, খাতা, কলম তৈরি করে শ্রমিকেরা। প্রতিদিন যে খাবার খাই, কাপড় পড়ি, গাড়ীতে যাতায়াত করি এবং যে গাছপালার অক্সিজেন নিচ্ছি তাদের প্রতি দায়িত্ববোধ ও কর্তব্য জ্ঞান রয়েছে। "নিজে ভালো তো জগৎ ভালো" এই মিথ্যা প্রবাদবাক্য মানতে পারি না। আমাদের বেড়ে উঠার পিছনে যে মানুষ গুলোর অবদান আছে তা আত্মকেন্দ্রিক মানুষের মত অস্বীকার করতে পারি না।

তাই সংগঠিত হই যখন কোন বোন ধর্ষিতা হয়, যখন রাষ্ট্র সুন্দরবন ধ্বংস করতে চায়, যখন ধর্মের নামে অন্য ধর্মের মানুষদের হত্যা করা হয়, যখন শিক্ষাখাতে বরাদ্দ কম রাখা হয়। আমরা সোচ্চার হই যখন ন্যায়ের প্রতীক ভাস্কর্য সরানো হয়। আমরা এমনি এমনি সংগঠিত হই না এর পিছনে থাকে বুর্জোয়া রাষ্ট্রের নির্মম নির্যাতন। এই শোষক রাষ্ট্র ভেঙ্গে প্রতিষ্ঠা করতে চাই সমাজতান্ত্রিক রাষ্ট্র। যেখানে প্রত্যেক মানুষ স্বাধীন বিকাশের সুযোগ পাবে। প্রত্যেকে অন্যের ক্ষতি না করে নিজ নিজ ধর্মের চর্চা করতে পারবে। ছাত্র ইউনিয়ন নাস্তিকদের সংগঠন নয়। তবে অধার্মিকদের ঘৃণা করাও আমাদের রুচিবোধে বাঁধে। আমরা প্রত্যেক মানুষের স্বাধীনতায় বিশ্বাসী।

আমরা নারীপুরুষ কে সামাজিক ভাবে আলাদা করে ভাবি না। আমরা বিশ্বাস করি প্রত্যেক নারীপুরুষ সামাজিক মানুষ। কাজকে আমরা নারীর কাজ বা পুরুষের কাজ বলে বিবেচনা করি না। আবার জৈবিক ভাবেও নারীপুরুষে ভিন্নতা অস্বীকার করি না। আমাদের বক্তব্য পরিষ্কার- আমরা নারীপুরুষের জৈবিক নয়, সামাজিক সহাবস্থান চাই।

আমরা এইটাও চিন্তা করি না এই বু্র্জোয়া রাষ্ট্র আমাদের দাবি মেনে নিবে। এদের চরিত্রে মানার মানসিকতা নেই। এই রাষ্ট্র যতই মুলা ঝুলাক আমরা জানি প্রত্যেক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রচলিত শিক্ষার বিকল্প একমুখী বিজ্ঞানভিত্তিক যৌক্তিক শিক্ষাদর্শনের চর্চা করতে হবে। গড়ে তুলতে হবে আমাদের সংগঠন, ছড়িয়ে দিতে হবে নীল পতাকা। যে শহীদদের নামে রক্তের শপথ পাঠ করেছি তাদের সাথে প্রতারণা করতে পারি না। যে প্রগতিশীল মানুষ গুলো তাদের শ্রেষ্ঠ সম্পদ নিজের জীবন দিয়ে গেছে তাদের অসমাপ্ত কাজের পথ আমরা ত্যাগ করতে পারি না। তাই রাষ্ট্রের ভিতর রাষ্ট্র, সমাজের ভিতর সমাজ তৈরি করতে চাই। পারলে; তবেই তো ছাত্র ইউনিয়ন নিজেকে বিলুপ্ত ঘোষণা করবে।

নতুন কমিটিকে স্বাগতম!
19/09/2024

নতুন কমিটিকে স্বাগতম!

#কক্সবাজার #ছা্ত্র #ইউনিয়ন

ত্রি-ব্র  বিপ্লবের পরেও ভালোবাসতে জানে বাঙ্গালী! বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দারাতে সবাই নিজ প্রাণ দাঁনেও পিছ পাঁ হচ...
24/08/2024

ত্রি-ব্র বিপ্লবের পরেও ভালোবাসতে জানে বাঙ্গালী!
বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দারাতে সবাই নিজ প্রাণ দাঁনেও পিছ পাঁ হচ্ছে না।
কক্সবাজারের ঈদগাহ্ অঞ্চলে বন্যা কবলিত মানুষের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলো, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,
সম্মিলিত সমন্বয়ে :-সাধারণ ছাত্র সমাজ, নতুনবাহার ছরা ইয়াং সোসাইটি।
আয়োজনে :- বাংলাদেশ ছাত্র ইউনিয়ন!

20/08/2024

শিক্ষা কোনো ব্যাবসা নয়!
শিক্ষা আমার অধিকার!
কক্সবাজার মডেল হাই স্কুলের দুর্নীতিবাজ প্রধান শিক্ষকের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতার ফিরিস্তি ২০১৭ ইং থেকে এ পর্যন্ত :

০১.
২০১৭ ইং থেকে ২০২৪এর জুলাই পর্যন্ত প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ।

০২.
২০২৩ ইং টেন্ডারবিহীন ৯০ লক্ষ টাকা খরচ দেখিয়ে/প্রচার করে তিনটি কক্ষ করে ব্যাপক টাকা লোপাট।

০৩.
এসএসসি ফরমপূরণের ফি
শিক্ষাবোর্ড নির্ধারিত ফি-এর চেয়ে প্রতি বছর প্রতি জনের কাছ থেকে ১,০০০ টাকা করে অতিরিক্ত নেন।
প্রতিবাদের কারণে ২০২৪ ইং পরীক্ষার্থীদের প্রতি জনের কাছ থেকে ২০০ টাকা করে অতিরিক্ত নেন।

০৪.
এসএসসি পরীক্ষার কেন্দ্র ফি ২ বার নিয়ে আত্মসাৎ করেন; ১বার ফরমপূরণের টাকা নেওয়ার সময় সম্পূর্ণ টাকা নিয়ে নেন, প্রবেশপত্র দেওয়ার সময় আবার কেন্দ্র ফি নেন।

০৫.
জেএসসি রেজিস্ট্রেশন ফি
প্রতি বছর প্রতি জনের কাছ থেকে
শিক্ষাবোর্ড নির্ধারিত ফি-এর চেয়ে অতিরিক্ত নেন।

০৬.
জেএসসি ও এসএসসি ফরমপূরণের ফি শিক্ষার্থীদের বেতনের রসিদ বইয়ে লেখেন না, বিদ্যালয়ের হিসাবেও দেখান না।

০৭.
জেএসসি পরীক্ষার প্রশংসাপত্র ও মার্কশীট দেওয়ার সময় প্রতিজনের কাছ থেকে ১,০০০ টাকা নিয়ে আত্মসাৎ করেন।

০৮.
এসএসসি পরীক্ষার প্রশংসাপত্র ও মার্কশীট দেওয়ার সময় প্রতিজনের কাছ থেকে ১,০০০ টাকা নিয়ে আত্মসাৎ করেন।

০৯.
২০২৪ ইং ৬ষ্ঠ শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ৩০০ টাকা করে ষাণ্মাসিক মূল্যায়ন ফি শিক্ষার্থীদের বেতনের রসিদ বইয়ে লেখেননি, বিদ্যালয়ের হিসাবেও দেখাননি।

১০.
২০২৪ ইং একবারে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার ৪ বছরের পুরস্কার ক্রয় টেন্ডারবিহীন করেন যাতে লক্ষ লক্ষ আত্মমসাৎ। অথচ পুরস্কার দেওয়া হয় মাত্র ২০২৪ ইং ১বছরের। ২০২৩ইং ও ২০২২ ইং, ২০২০ ইং দেননি; এ প্রতিযোগিতার লিস্ট পর্যন্ত গায়েব করেন কিন্তু পুরস্কার ক্রয়ের নামে টাকা আত্মসাৎ।


১১.
বিদ্যালয়ের ভর্তি ও মাসিক বেতন দৈনিক ভিত্তিতে আদায় করে
ব্যাংকে দৈনিক জমা করেন না, তাঁর ইচ্ছামতো অবৈধভাবে খরচ দেখিয়ে যত ইচ্ছা জমা করেন।

১২.
২০১৮ ইং ১৫২ জনের ভর্তিরসিদ গায়েব করে ফেলেন এবং এতে মোট ৫,৬২,০০০ টাকা ক্যাশ বইয়ে না দেখিয়ে সবটাই গিলে খান।

১৩.
২০১৭ ইং বিদ্যালয়ে খরচের জন্য লাগছে বলে ১০ লক্ষ টাকা ঋণ নেন; কিন্তু ক্যাশে প্রাপ্তি/আয় দেখাননি। আবার বিদ্যালয়ের ক্যাশ থেকে খরচও দেখানো হয়েছে।
অথচ সুদসহ এই ১০ লক

শিক্ষা কোন পণ্য নয়   শিক্ষা আমার অধিকার..।ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বাদলের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার জেলা সংদের, গ...
30/06/2024

শিক্ষা কোন পণ্য নয়
শিক্ষা আমার অধিকার..।

ঝড়ো হাওয়া এবং বৃষ্টি বাদলের জন্য বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার জেলা সংদের, গত ৩০/০৬/২০২৪ইং এর প্রোগ্রাম'টি অনির্দিষ্ট কালের জন্য স্থগিত রাখা হয়েছে..।
বিপ্লব সময়ের অপেক্ষায়..।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার শহর সংসদ

"শিক্ষাখাতে মুল বাজেটের ২৫% বরাদ্দ চাই"আগামী ৩০/০৬/২০২৪ইং ছাত্রত্বের অধিকার আদায়ের ৫দফা দবীর প্রস্তুতি ..।বাংলাদেশ ছাত্র...
28/06/2024

"শিক্ষাখাতে মুল বাজেটের ২৫% বরাদ্দ চাই"

আগামী ৩০/০৬/২০২৪ইং ছাত্রত্বের অধিকার আদায়ের ৫দফা দবীর প্রস্তুতি ..।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার শহর সংসদ..।

"ঈর্শায় কাদা ছোরে ভুঁকা পেটের থালিতে! ভেঙ্গে ফেলে ঘরের ছাত, ধ্বংস করে সমাজ ও আগামীর গর্জে ওঠা কন্ঠে শিকল পড়াতে ক্ষমতা ও ...
27/04/2024

"ঈর্শায় কাদা ছোরে ভুঁকা পেটের থালিতে! ভেঙ্গে ফেলে ঘরের ছাত, ধ্বংস করে সমাজ ও আগামীর গর্জে ওঠা কন্ঠে শিকল পড়াতে ক্ষমতা ও অর্থের লালসার মায়াজালে জড়াতে ব্যাস্ত বর্তমান বিশ্ব-পুঁজিবাদ।
আগামীর বিপ্লব হোক তাদের প্রতিহত করার!"

'লড়াই সংগ্রামের আগামী পথচলায় আজো অবিকল '৫২’র ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ চেতনাকে ধারণ করে জন্ম নেওয়া শিক্ষার অধিকার আদায়, গ...
25/04/2024

'লড়াই সংগ্রামের আগামী পথচলায় আজো অবিকল '

৫২’র ভাষা আন্দোলনের অগ্নিগর্ভ চেতনাকে ধারণ করে জন্ম নেওয়া শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র ও সমাজ প্রগতির লড়াইয়ের অগ্রণী প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা গ্রহণ করবেন।
শিক্ষার অধিকার আদায়, গণতন্ত্র, সমাজপ্রগতির লড়াইয়ের অগ্রণী প্রতিষ্ঠান বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আজ ২৬ এপ্রিল ২০২৪, সংগঠনের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে যাচ্ছে।
৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে আপনাদের আমন্ত্রণ।

আমাদের ৭২ বছরের বৃহত্তর পরিবারের অনেকের সাথেই যোগাযোগ করতে পারেনি, নিমন্ত্রণ কার্ডও অনেকের কাছে পৌঁছাতে পারেনি। আপনাদের অনুজ হিসেবে আমাদের ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আগামীকালের পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আশাকরি।

একটি মানবিক সমাজ তথা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সুদূরপ্রসারী লক্ষ্যকে সামনে রেখে ছাত্র সমাজের শিক্ষাজীবনের আশু ও দৈনন্দিনের সমস্যা সমাধানের জন্য দেশবাসীর সমস্যা-সংকট দূর করার জন্য ছাত্র সমাজকে সচেতন ও সংগঠিত করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এগিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের আন্দোলন ও আত্মত্যাগের অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ ছাত্র সমাজ বিশেষতঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ঐক্যবদ্ধ বিপ্লবী সংগ্রামের ধারা দেশ ও জনগণের শত্রুদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এতে কোন সন্দেহ নেই। কোন প্রতিক্রিয়াশীল ও গণবিরোধী গোষ্ঠী ছাত্র সমাজ এবং দেশবাসীর তীব্র আন্দোলনের মুখে টিকে থাকতে পারেনা।
অতীতের স্বৈরাচারী শাসক ও শোষকদের মতো সকল সাম্রাজ্যবাদী, পুঁজিবাদী সাম্প্রদায়িক, জাতীয় স্বার্থবিরোধী সকল শক্তি অবশ্যই পরাজিত হবেই। আমাদের সচেতন কর্মপ্রচেষ্টা, উদ্যম, দেশপ্রেম, আত্মদান, মেধা ও শিক্ষা দ্বারা আমরা সমাজতন্ত্রের বিপ্লবী লক্ষ্যে নতুন বিজয় ছিনিয়ে আনবোই। লক্ষ লক্ষ শহীদের আত্মদান, কোটি কোটি মানুষের যুগে যুগে লালিত স্বপ্ন বৃথা যেতে পারেনা। ভবিষ্যৎ আমাদের এবং বিজয় সুনিশ্চিত।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জিন্দাবাদ 💙

" আজকের দিনে ভালোবাসা হোক সকল শহীদের প্রতি!"গনতন্ত্রের অন্ধ ধারনায় আজ, আবারো সৈরাচার পতনের দাবী । কাল-জয়ী  ছাত্র সংগঠ বা...
17/02/2024

" আজকের দিনে ভালোবাসা হোক সকল শহীদের প্রতি!"

গনতন্ত্রের অন্ধ ধারনায় আজ, আবারো সৈরাচার পতনের দাবী । কাল-জয়ী ছাত্র সংগঠ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শোষণ রোখার জানান'দাতা হয়ে আবারো রাজপথে।

আজ ১৪ ফেব্রুয়ারি 'সৈরাচার বিরোধী দিবস 'কে কেন্দ্র করে, সেই সময়ের কালজয়ী বীরদের প্রতি সম্মান জানিয়ে, পুষ্প মাল্য অর্পন করেন , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কক্সবাজার শহর সংসদ। শহরে'র ছাত্র নেতা,( জীবনের) সঞ্চালনা'য় এবং শহরের নেতা,( মংচু)'র এর সভাপতিত্বে আনুষ্ঠানিক'তা সম্পন্ন করেন। উক্ত সমাবেশে উপস্থিত ছিলো জেলার সদস্য (অন্তর হাসান আরিফ) , বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ২নং ইউনিট,কক্সবাজার মডেল হাইস্কুল ইউনিট। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন, (অন্তর হাসান আরিফ), মংচু,ইফতেহাল ইসরাক সহ অন্যান্য ছাত্র নেতা কর্মীরা।

"শহিদের জীবনে সৈরাচার না কমলেও, কমেছে মানুষের অভ্যন্তরিন মুর্খতা "

Adresse

Democratic Republic Of The
4700

Téléphone

+8801305985114

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার শহর সংসদ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,কক্সবাজার শহর সংসদ:

Partager