Green life specialized hospital

Green life specialized hospital Green life specialized hospital
and diagnostic centre. the highest quality healthcare centre.

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।এই গল্পের আরো ৩ টি অধ্য...
02/03/2024

কচ্ছপ আর খরগোশের গল্পটা আমরা সবাই জানি। কিন্তু মজার বিষয় হল আমরা গল্পের শুধু প্রথম অংশটাই পড়েছি।
এই গল্পের আরো ৩ টি অধ্যায় আছে! যা হয়তো আমরা কেউ কেউ পড়েছি বা শুনেছি, কিন্তু বেশিরভাগ মানুষই পড়িনি।

গল্পের বাকি অংশটুকু এবার জেনে নেই তাহলে🥰🥰

🔰১ম অংশ:
এই অংশটা আমরা ছোটবেলায় বইয়ে পড়ছি। এখানে খরগোশ ঘুমিয়ে যায়, আর কচ্ছপ জিতে যায়। প্রথমবার হেরে যাওয়ার পর খরগোশ বিশ্লেষণ করে দেখল তার পরাজয়ের মূল কারণ 'অতিরিক্ত আত্মবিশ্বাস।' তারমানে অতি আত্মবিশ্বাস যে কারো জন্যই ক্ষতিকর। আর কচ্ছপ বুঝল, লেগে থাকলে সাফল্য আসবেই!

🔰২য় অংশ:
হেরে যাওয়ার পর এবার খরগোশ আবারো কচ্ছপকে দৌড় প্রতিযোগিতায় চ্যালেঞ্জ করল আর কচ্ছপও রাজী হল।

এবার খরগোশ না ঘুমিয়ে দৌড় শেষ করল এবং জয়ী হল। খরগোশ বুঝল, মন দিয়ে নিজের সামর্থের পুরোটা দিয়ে কাজ করলে দ্রুত সফল হওয়া যায়।

আর কচ্ছপ বুঝল, ধীর স্থির ভাবে চলা ভালো, তবে কাজে উপযুক্ত গতি না থাকলে প্রতিযোগীতা মূলক পরিবেশে জয়ী হওয়া অসম্ভব!

🔰৩য় অংশ:
কচ্ছপ এবার খরগোশকে আরেকবার দৌড় প্রতিযোগিতার আমন্ত্রন জানালো। খরগোশও নির্দিধায় রাজী হয়ে গেল। তখন কচ্ছপ বলল, "একই রাস্তায় আমারা ২ বার দৌড়েছি, এবার অন্য রাস্তায় হোক।" খরগোশও রাজী। অতএব নতুন রাস্তায় দৌড় প্রতিযোগিতা শুরু হল।

যথারীতি খরগোশ জোরে দৌড় শুরু করে দিল। কচ্ছপও তার পিছন পিছন আসতে শুরু করল। কচ্ছপ যখন খরগোশ এর কাছে পৌঁছাল, দেখল খরগোশ দাঁড়িয়ে আছে, কিন্তু দৌড়ের শেষ সীমানায় যেতে পারেনি।

কারণ দৌড়ের শেষ সীমানার আগে একটি খাল আছে। কচ্ছপ খরগোশ এর দিকে একবার তাকালো, তারপর তার সামনে দিয়ে পানিতে নেমে খাল পার হয়ে দৌড়ের শেষ সীমানায় পৌছে প্রতিযোগিতা জিতে গেল।

খরগোশ বুঝল, শুধু নিজের শক্তির উপর নির্ভর করলেই হবে না, পরিস্থিতি আর বাস্তবতা অনুধাবন করাও ভীষণ প্রয়োজনীয়! আর কচ্ছপ বুঝল, প্রথমে প্রতিযোগীর দূর্বলতা খুজে বের করতে হবে, তারপর সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে।

গল্প কিন্তু এখানেই শেষ নয়‼️

🔰চতুর্থ অংশ:
এবার খরগোশ কচ্ছপকে আরেকটি দৌড় প্রতিযোগিতার জন্য আহবান জানালো এই একই রাস্তায়। কচ্ছপ ও রাজী। কিন্তু এবার তারা ঠিক করল, প্রতিযোগী হিসেবে নয়, বরংএবারের দৌড়টা তারা দৌড়াবে সহযোগী হিসেবে!

শুরু হল প্রতিযোগিতা। খরগোশ কচ্ছপকে পিঠে তুলে দৌড়ে খালের সামনে গিয়ে থামলো।এবার কচ্ছপ খরগোশ এর পিঠ থেকে নেমে খরগোশকে নিজের পিঠে নিয়ে খাল পার হল।তারপর আবার কচ্ছপ খরগোশ এর পিঠে উঠে বাকী দৌড় শেষ করল আর এবার তার দু জনই একসাথে জয়ী হল।

📚এখান থেকে আমরা আসলে কি শিখলাম?

আমরা শিখলাম, ব্যক্তিগত দক্ষতা থাকা খুবই ভালো। কিন্তু দলবদ্ধ হয়ে একে অপরের দক্ষতাকে কাজে লাগাতে পারলেই আসে সত্যিকারের সাফল্য যেখানে সবাই বিজয়ীর হাসি হাসতে পারে।

Fear বা ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এ কাজ করা কঠিন। এ জাতীয় ভয়গুলো আমাদের উন্নতির ...
14/02/2024

Fear বা ভয় হলো মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি পারবো না, আমার দ্বারা হবে না, এ কাজ করা কঠিন। এ জাতীয় ভয়গুলো আমাদের উন্নতির পথে কঠিনতম বাধা। Mindset হলো আমাদের চরিত্রের অন্যতম আর একটি শত্রু। কোন কাজে মনস্থির করে রাখা, তার বাইরে না যাওয়া, কোন কাজে সন্তুষ্ট থাকা জীবনে সাফল্য অর্জনের পথে ভয়ানক বাধা। তবে Fear, Mindset এগুলোর পরও Comfort zone হলো মানব চরিত্রের সবচেয়ে বড় সাইলেন্ট কিলার। আমি কেন এত পরিশ্রম করবো, আমি আমার চেনা বৃত্তের বাইরে যাবো না এগুলো সাফল্যে অর্জনের সবচেয়ে বড় অন্তরায়। জীবনে এগিয়ে যাওয়ার জন্য Fear, Mindset, Comfort zone এগুলো এড়িয়ে যাওয়াই উত্তম।

গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার আমরা আসছি আপনার পাশে...আমাদের সেবা সমূহ থাকবে.. * ২৪ ঘন্টা অভ্যর...
25/01/2024

গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
আমরা আসছি আপনার পাশে...

আমাদের সেবা সমূহ থাকবে..
* ২৪ ঘন্টা অভ্যর্থনা।
* ২৪ ঘন্টা ইমার্জেন্সি।
* ২৪ ঘন্টা অপারেশন স্যুট।
* ২৪ ঘন্টা আই সি ইউ।
* ২৪ ঘন্টা এন আই সি ইউ।
* ২৪ ঘন্টা ডায়ালাইসিস।
* ২৪ ঘন্টা সিটি স্ক্যান।
* ২৪ ঘন্টা ডিজিটাল এক্স-রে।
* ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস।
* ২৪ ঘন্টা ফার্মেসি ব্যবস্থা।
* সকাল ৭টা থেকে রাত ১২ পর্যন্ত প্যাথলজি ল্যাব ব্যবস্থা।
* ওপিডি ডাক্তার চেম্বার।
* ইসিজি, ইটিটি, ইকো-কার্ডিওগ্রাম, হল্টার মনিটরিং।
* এন্ডোস্কোপি এবং কোলনস্কোপি।
* ব্যথা মুক্ত নরমাল ডেলিভারি।
* 2D এবং 4D আল্ট্রাসাউন্ড।
* ডে কেয়ার সার্ভিস।
* ব্লাড ব্যাংক সুবিধা।
* ভ্যাকসিনেশন সেন্টার।
* ব্রেস্ট ফিডিং এরিয়া।
* ফিজিও থেরাপি সার্ভিস।
* সু-সজ্জিত লেবার রুম।
* দক্ষ নার্সিং সেবা ইত্যাদি।

আমাদের সার্জারি সমূহ:
* জেনারেল এন্ড ল্যাপারোস্কোপি সার্জারি
* গাইনোকোলজিক্যাল সার্জারি
* এন্ডোস্কোপি ইউরোলজি সার্জারি
* সি-আরম বেসড অর্থোপেডিক সার্জারি
* প্লাষ্টিক এন্ড রিকন্সট্রাকটিভ সার্জারি
* পেডিয়াট্রিক্স এন্ড পেডিয়াট্রিক সার্জারি
* ব্রেস্ট ক্যান্সার সার্জারি
* থাইরয়েড সার্জারি
* ই,এন,টি সার্জারি
* মাইক্রোস্কোপিক সার্জারি ইত্যাদি।

গ্রীন লাইফ স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

আমাদের থাকবে মাল্টি স্পেশালিটি সুবিধা সম্পন্ন অপারেশন সুইট, স্পেশালাইজড আই সি ইউ, এন আই সি ইউ (ভেন্টিলেটর সহ), ও অত্যাধুনিক ডায়ালাইসিস সেন্টার।

আমাদের সেবা সম্পর্কিত আরো তথ্য জানতে ভিজিট করুন আমাদের সোস্যাল মিডিয়ায়। (ওয়েব সাইট) (ফেইসবুক) (ইউটিউব) (ইন্সট্রাগ্রাম) এ।

গ্রীন লাইফ স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
চম্পকনগর, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া।

বিজয়নগরের কেন্দ্র বিন্দু চম্পকনগরে সার্বক্ষণিক উন্নত সেবার ব্রত নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত গ্রীন লাইফ স্পেশালাইজড হাসপাতাল এ...
20/01/2024

বিজয়নগরের কেন্দ্র বিন্দু চম্পকনগরে সার্বক্ষণিক উন্নত সেবার ব্রত নিয়ে শীততাপ নিয়ন্ত্রিত গ্রীন লাইফ স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার একটি পূর্নাঙ্গ হাসপাতাল হবে
ইনশা আল্লাহ।

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আপামর জনসাধারণের জন্য হাতের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের জ...
24/12/2023

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় আপামর জনসাধারণের জন্য হাতের কাছে সাশ্রয়ী মূল্যে উন্নত মানের চিকিৎসা সেবা প্রদানের জন্য একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করাই আমাদের লক্ষ্য।

"গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল" শুধু একটি হাসপাতাল নয়;  এটি একটি স্বপ্নদর্শী প্রকল্প যা বিজয়নগরের স্বাস্থ্যসেবার ভবিষ্...
23/12/2023

"গ্রীন লাইফ স্পেশালাইজড হসপিটাল" শুধু একটি হাসপাতাল নয়; এটি একটি স্বপ্নদর্শী প্রকল্প যা বিজয়নগরের স্বাস্থ্যসেবার ভবিষ্যত গঠনের জন্য নিবেদিত। উদ্ভাবন, টেকসইতা এবং জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে, আমরা একটি স্বাস্থ্যসেবা গন্তব্য তৈরি করার লক্ষ্য রাখি যা সুস্থতার প্রচার করে এবং আগামীর চ্যালেঞ্জগুলিকে আলিঙ্গন করে।

22/12/2023
আলহামদুলিল্লাহ গত ২১/১২/২৩ ইং রোজ বৃহস্পতিবার গ্রীন লাইফ স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান...
22/12/2023

আলহামদুলিল্লাহ
গত ২১/১২/২৩ ইং রোজ বৃহস্পতিবার গ্রীন লাইফ স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ করার বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

22/12/2023

The Highest Quality Healthcare Centre.

Adresse

Champaknagar, Bijoynagar, Brahmanbaria
Democratic Republic Of The
3450

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Green life specialized hospital publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager