LION - Laksam International Online Network.

LION - Laksam International Online Network. সত্য সবসময়ই সুন্দর- সত্য জানুন, প্রজন্মের জন্য সত্যটা প্রচার করুন, জীবনকে সুন্দর রাখুন।

13/01/2025

আওয়ামিলীগের যত উন্নয়নঃ-

@ পদ্মা সেতু ও রেল লাইন
@ মেট্রোরেল
@ এলিভেটেড এক্সপ্রেস
@ থার্ড টার্মিনাল
@ হাতিরঝিল প্রকল্প
@ পূর্বাচল তিনশো ফিট
@ উড়াল সেতু নির্মাণ
@ বঙ্গবন্ধু যমুনা সেতু
@ যমুনা রেল সেতু
@ সমুদ্র সীমা বিজয়
@ বঙ্গবন্ধু স্যাটেলাইট
@ রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
@ কর্নফুলি ট্যানেল
@কক্সবাজার রেল লাইন
@কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর
@ ঢাকা ও চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে
@ পায়রা বিদ্যুৎ কেন্দ্র
@ রামপাল বিদ্যুৎ কেন্দ্র
@ মাতারবাড়ী তাপ বিদ্যুৎ কেন্দ্র
@ ১১৯ টি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন
@ পায়রা সমুদ্র বন্দর
@ ১০০ টি ইকোনমিক জোন
@ ৫৬০ টি মডেল মসজিদ
@১৬৮১ টি মাদ্রাসা ভবন নির্মাণ
@ কওমি মাদ্রাসার স্বীকৃতি
@ উন্নয়নশীল দেশে উন্নীতকরণ
@ রোহিঙ্গাদের আশ্রয়দান
@সমস্ত দেশকে রেলওয়ে আওতায় আনার উদ্যোগ
@ ফ্লাইওভার নির্মাণ
@ মহাসড়ক গুলো চার,ছয় ও আট লাইনে উন্নতি করন।
@ এশিয়ান হাইওয়ে রোড প্রকল্প
@ ঘরে ঘরে বিদ্যুৎ
@ ফ্লাইওভার নির্মাণ
@ নদী ভাঙ্গন রোদ প্রকল্প
@ শ্রমিকদের মজুরি বৃদ্ধি
@ বয়স্ক ভাতা
@ মাতৃত্বকালীন ভাতা
@ বিধবা ভাতা
@ মুক্তিযোদ্ধা ভাতা
@ শিক্ষা ভাতা
@ প্রতিবন্ধী ভাতা
@ স্বামী পরিত্যক্ত ভাতা
@ জেলেদের খাদ্য সহয়াতা
@ ঈমামদের ভাতা
@ বৈশাখী ভাতা
@ ডি জি ডি কার্ড
@ ভি জি এফ কার্ড
@ ও এম এস কর্মসূচি
@ ১০ টাকা মুল্যে চাল বিতরণ
@ বিনামূল্যে বই
@ কমিউনিটি ক্লিনিক এর মাধ্যমে স্বাস্থ্য সেবা।
@ দেশের রপ্তানি আয় বৃদ্ধি
@ মাথাপিছু আয় বৃদ্ধি
@ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ
@ আরবি বিশ্ববিদ্যালয় স্থাপন
@ শেখ হাসিনা বার্ন হাসপাতাল
@ প্রতিটি ইউনিয়নে ডিজিটাল তথ্য সেবা
@ মোবাইল ও ইন্টারনেট সেবা বৃদ্ধি
@ কর্মসংস্থান সৃষ্টি
@ কৃষিতে সফলতা
@ নারীর ক্ষমতায়ন
@ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি
@ মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি
@ ছিটমহল সমস্যার সমাধান
@ দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র নির্মাণ
@ একটি বাড়ী একটি খামার প্রকল্প
@ দেশ ব্যাপি বহুতল আদালত ভবন নির্মাণ
@ মেরিন ড্রাইভ নির্মাণ
@ গ্রাম আদালত কার্যকর
@ ডিজিটাল পাসপোর্ট
@ মোবাইল ব্যাংকিং চালু করন
@ ১৪৫৮ টি প্রাথমিক বিদ্যালয় স্থাপন
@ ২৬১৯৩ টি প্রাথমিক বিদ্যালয় সরকারিকরন
@ কম্পিউটার ল্যাব ও মাল্টিমিডিয়া শিক্ষা ক্লাস চালু করন
@ হিজড়া দের তৃতীয় লিঙ্গ ও কর্মসংস্থান সৃষ্টি।

এতো কাজ করার পরেও যারা আওয়ামী লীগের দোষ খোঁজে তারা ক্ষমতা লোভী, তারা দেশদ্রোহী!
আল্লাহ যেনো তাদের থেকে দেশ ও জাতিকে হেফাজত করেন, আ-মী-ন.

,

25/12/2024

উন্নয়নের মানচিত্রে- লাকসামের প্রতিটি রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, স্কুল-কলেজে, আওয়ামী সরকারের জয়জয়কার!
এদিকে বিএনপির দু-গ্রুপে মারামারি আর হাহাকার!!

লাকসামের শান্তিপ্রিয় মানুষেরা স্বস্তির নিঃশ্বাস নিতে চায়!!
অপেক্ষায় আছি তাহা যেনো করেন আল্লাহ।

,

18/10/2024

বিএনপির ডাকসাইটে নেতা, মনিরুল হক চৌধুরীর মুল্যবান মন্তব্য!
,

11/09/2024

আওয়ামীলীগের দোষটা কোথায়????
ওনার প্রশ্নটা লক্ষ-কোটি সাধারণ মানুষের প্রশ্ন!!

,

বেকারত্বের বাংলাদেশে বেকারের সংখ্যা বৃদ্ধি!!
07/09/2024

বেকারত্বের বাংলাদেশে বেকারের সংখ্যা বৃদ্ধি!!

নরসিংদীর পলাশে ১৪ দফা দাবিতে বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ একাংশ শ্রমিকদের হামলা, ভাংচুর ও লুটপাটের পর আকিজ-বশির গ্...

30/08/2024

আওয়ামী লীগ সভানেত্রী "শেখ হাসিনা" এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী! একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে পড়ি তাহলে বুঝতে অসুবিধা হবেনা!!

প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে একটি ধুম্রজাল সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত তাঁর পদত্যাগপত্রের কোনো অনুলিপি কোনো মিডিয়ায় প্রদর্শন করা হয় নি। এখন আমরা দেখি বাংলাদেশের সংবিধানমতে প্রধানমন্ত্রী কিভাবে পদত্যাগ করতে পারেন।

সংবিধানের ৫৭ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে, যদি তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পেশ করেন, অথবা সংসদ সদস্য না থাকেন। সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালেও তিনি পদত্যাগ করে সংসদ ভেঙ্গে দেবার জন্য রাষ্ট্রপতির কাছে "লিখিতভাবে" আবেদন জানাবেন। একই ধারায় আরো আছে, "প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকিতে এই অনুচ্ছেদের কোন কিছুই অযোগ্য করিবে না।" অর্থাৎ নতুন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকতে পারবেন।

সংবিধানের এই ধারা অনুসারে, সংসদ এখনো বহাল না থাকার কোনো আইনি কারণ নেই। কারণ, সংসদ ভেঙ্গে দেয়ার জন্য প্রধানমন্ত্রী লিখিতভাবে রাষ্ট্রপতিকে কোনো অনুরোধ করেন নাই। আর প্রধানমন্ত্রী যদি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দাখিলও করে থাকেন, তাহলেও পরবর্তী প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত তিনিই দায়িত্বরত থাকবেন। মাঝখানে উড়ে এসে কারো জুড়ে বসার অধিকার বাংলাদেশের সংবিধান অনুসারে নেই।

অনেকে বলাবলি করছে, যেহেতু এটা নরমাল কেস না, একটি "অভ্যুত্থানের" মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে, সেহেতু সংবিধান স্থগিত করলেই সব ল্যাঠা চুকে গেলো। তারপর যা ইচ্ছা তা-ই করা সম্ভব। বিষয়টি এতো সরল নয়। সংবিধানের ৭ক অনুচ্ছেদ অনুসারে, "কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায়" সংবিধানের কোনো অংশ রদ, স্থগিত বা বাতিল করলে "তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।" যারা এই কাজে সহযোগিতা, উষ্কানি প্রদান বা অনুমোদন করবে, "তাহার এইরূপ কার্যও একই অপরাধ হইবে।" শাস্তির কথাও বলা আছে, "এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।" বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি যেহেতু মৃত্যুদণ্ড, সেহেতু সংবিধান স্থগিতকারীর শাস্তিরও মৃত্যুদণ্ড।

আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো ৭খ। "সংবিধানের ১৪২ অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম-ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের ১৫০ অনুচ্ছেদসহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমুহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোন পন্থায় সংশোধনের অযোগ্য হইবে।" এই ধারা কেন উল্লেখ করলাম, তা পরের অনুচ্ছেদে পরিষ্কার করে বলবো।

সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদে আছে সংবিধানের কোনো ধারা কিভাবে সংযোজন, বিয়োজন করা যায়। এটা শুধুমাত্র সংসদের আইন দ্বারা করা সম্ভব। অন্য যে কোনো উপায়ই অসাংবিধানিক। তবে সংসদেও সবকিছু পরিবর্তন করা যাবে না, যেটা উপরে ৭খ-এ বলা হয়েছে। অর্থাৎ সংসদে সংখ্যাগরিষ্ঠতার জোর খাটিয়েও সংবিধানের মৌলিক বিষয়সমূহ পরিবর্তন করা সম্ভব নয়।

সংবিধানের সবগুলো ধারা প্রায় সবসময়ই কার্যকর। তবে জরুরী অবস্থায় কিছু কিছু ধারা সাময়িক স্থগিত করা সম্ভব। এটা কোন পরিস্থিতিতে, কিভাবে করা যাবে এবং কোন ধারাগুলো এর আওতায় এবং আওতার বাইরে থাকবে, তা বলা আছে। "রাষ্ট্রপতির নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, এমন জরুরী-অবস্থা বিদ্যমান রহিয়াছে, যাহাতে যুদ্ধ বা বহিরাক্রমণ বা অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা বাংলাদেশ বা উহার যে কোন অংশের নিরাপত্তা বা অর্থনৈতিক জীবন বিপদের সম্মুখীন, তাহা হইলে তিনি [অনধিক একশত কুড়ি দিনের জন্য] জরুরী-অবস্থা ঘোষণা করিতে পারিবেন।
তবে শর্ত থাকে যে, অনুরূপ ঘোষণার বৈধতার জন্য ঘোষণার পূর্বেই প্রধানমন্ত্রীর প্রতি-স্বাক্ষর প্রয়োজন হইবে।"

অর্থাৎ, প্রধানমন্ত্রীর স্বাক্ষর শর্তে রাষ্ট্রপতি বড়জোর ১২০ দিনের জন্য খুবই চরম পরিস্থিতিতে জরুরী অবস্থা ঘোষণা করতে পারবেন, যখন সংবিধানের কিছু কিছু বিষয় সাময়িক স্থগিত করা সম্ভব। জরুরি অবস্থায় চলাফেরার স্বাধীনতা, সমাবেশ, সংগঠন, বাক-স্বাধীনতা, পেশা ও সম্পত্তির উত্তরাধীকারজাতীয় কিছু বিষয়ের ওপর প্রভাব পড়বে। জরুরী অবস্থার দোহাই দিয়ে সংবিধানকে স্থগিত করে নতুন সরকার ঘোষণার কোনোই অধিকার সংবিধানে নেই।

বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে ড. ইউনূসের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, বাংলাদেশের সংবিধানমতে তা পুরোপুরি বেআইনী। এবং এই কাজে জড়িত প্রত্যেকেই সংবিধানমতে দেশদ্রোহী ও সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) প্রাপ্তির মতো অপরাধী। সংবিধানমতে এখনো শেখ হাসিনাই প্রাইমমিনিস্টার(যদি পদত্যাগ না করে থাকেন) অথবা "অ্যাক্টিং প্রাইমমিনিস্টার" (যদি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করে থাকেনও)। সংবিধান অনুযায়ী সংসদও এখনো আইনত বহাল। সংসদ ভেঙ্গে দিতে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধ আবশ্যক।

রাষ্ট্র থাকলে সংবিধানও থাকবে। এটাই আধুনিক রাষ্ট্রের অত্যাবশ্যকীয় শর্ত। জোর-জবরদস্তি করে ক্ষমতা দখল করা দেশদ্রোহীতা। এবং কেউই আইনের ঊর্ধে নয়।

যারা বেশি লাফালাফি করতেছেন, সময়মতো জবাব দিতে পারবেনতো? লাফালাফি না করে লেখা-পড়া করুন, ভার্সিটিতে না পড়েও শেখা যায় যদি সদিচ্ছা থাকে!
আসুন সবাই দেশকে ভালোবাসি, ন্যায়ের পথে অবিচল থাকি!

©️

29/08/2024

দুর্নীতিবাজদের পাকড়াও করতে এই টেকনিকটি চমৎকার!

,

26/08/2024

অন্যায় অরাজকতায় নিমজ্জিত সোনার বাংলাদেশ, এর শেষ কোথায়? সরকার পতনের পর লুটপাট, ভাংচুর, জ্বালাও-পোড়াও এর মাধ্যমে দেশের এবং দেশের মানুষের অপরিসীম ক্ষতি হলো!! বন্যার কবলে পড়ে সারাদেশের মানুষ অস্থিরতায় দিশেহারা!!

এরই মধ্যে ডাকাতি, চাঁদাবাজি শুরু হলো, কুমিল্লার বিশ্বরোড সংলগ্ন প্রান কোম্পানির কারখানায় আগুন, গাজী ফ্যাক্টরিতে আগুন দেওয়া হয়েছে! হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান বন্ধ হয়ে গেলো!

ঢাকায় একগ্রুপের পর একগ্রুপ তাদের দাবি দাওয়া নিয়ে একের পর এক আন্দোলনে মুখরিত, আবার তাদেরকে দাওয়া পাল্টা দাওয়া করা হচ্ছে, হতাহত হচ্ছে শত শত ছাত্র-যুবক ও আপামর জনতা!

অন্যদিকে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণেও চলছে কোন না কোন গুষ্ঠিকে ফোকাস করার লীলা-খেলা!!
সব মিলিয়ে দেশে এগিয়ে যাচ্ছে বিশাল সংকটের পথে!!

আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন, দেশের জন্য দেশের মানুষের জন্য, বর্তমান পরিস্থিতিকে শান্তিময় করে দিন, এই কামনাই করছি সুন্দর আগামীর প্রত্যাশায়।

,

24/08/2024

বন্যা পরিস্থিতি ও আওয়ামী লীগঃ
আওয়ামী লীগের জন্মই হয়েছিল দেশের ও দেশের মানুষের অধিকার আদায়ে, বৈষম্য বিরোধ দূরীকরণে সুন্দর সমৃদ্ধি বাংলাদেশের প্রত্যয়ে!! কিন্তু আওয়ামী লীগের ব্যানারে দুর্নীতি করে, স্বনামধন্য এবং প্রাচীনতম এই দলকে যারা বিপর্যয়ের মুখে ফেলেছেন তাদের জন্য বন্যা পরিস্থিতি একটি সুবর্ণ সুযোগ!! এই সুযোগে মানব সেবায় আওয়ামী লীগ পূর্বাবস্থায় ফিরে যেতে পারে!

আওয়ামী লীগ এমন এক অনুভূতির নাম, যাহা দেশ-বিদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে লালিত হয়!
গুটি কয়েকজন দুর্নীতিবাজদের কারনে আওয়ামী লীগ কখনো থেমে যাবে কিংবা দেশ সেবায় বিমুখ হবে, এটা অবিশ্বাস্য!!

অতীতে বহুবার, প্রাকৃতিক দুর্যোগ কিংবা রাষ্ট্রীয় দুর্যোগে, আওয়ামী লীগ, সরকারি ভাবে এবং দলীয় ভাবে, ত্রাণ সামগ্রী ও নানাবিধ সুযোগ সুবিধা মানুষের হাতে হাতে পৌঁছে দিতে সক্ষম হয়েছিল।
দুঃখ জনক হলেও সত্যি - বর্তমান বন্যা পরিস্থিতিতে মানুষের দুর্ভোগকে পুঁজি করে অনেকের চাঁদাবাজি এবং ভিক্ষাবৃত্তি শুরু হয়ে গেছে!

এহেনাবস্থায় মানুষের দুর্ভোগ আওয়ামী লীগকে হাতছানি দিয়ে ডাকছে! ইতিমধ্যে কয়েকটি জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ ত্রাণ বিতরণে সক্রিয় হয়েছে, ঠিক তেমনি সারা দেশের সকল সামর্থবান নেতৃবৃন্দকে অতিশীঘ্রই মানুষের সেবায় আত্ননিয়োগের অনুরো করছি!!

,

23/08/2024

ভাদ্রমাসের বন্যা, চতুর্দিকে প্রচুর পানি, ঘর-বাড়ি, গৃহপালিত হাঁস-মোরগ, গরু-ছাগল সব কিছুই তলিয়ে যাওয়ার উপক্রম, সাধারণ মানুষ দিশেহারা!
ঠিক এই সময়ে কিছু মানুষরুপি হায়েনার দল উল্লাসে মাতোয়ারা!! রাস্তা-ঘাটে চিল্লা-চিল্লি, হামা-হামি, আনন্দ-ফুর্তিতে মনে হয়, ১৬ বছর তারা এই বন্যা উপভোগ থেকে তারা বঞ্চিত হয়েছে, শেখ হাসিনার সরকার পতনের মাধ্যমে তারা সেই সুযোগ পেয়েছে!!

আশ্চর্য লাগে- বেকুবের দলেরা এই প্রাকৃতিক বিপর্যয়ের মাঝেও রাজনৈতিক বিভেদ তৈরিতে ব্যাস্ত!!
দেশের এই দুরাবস্থায়, দলমতের উর্ধ্বে উঠে সামর্থবানেরা যেখানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো উচিৎ, সেখানে তারা দলীয় কোরামে ক্রেডিট নিতে ব্যাস্ত!!

ইতিমধ্যেই তারা রাজনৈতিক ব্যানারে বন্যার্তদের নামে টাকা আদায়ে সরব হয়েছে, যাহা সহযোগিতার মোড়কে চাঁদাবাজির নতুন কৌশল!!

ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করতে কোন দলীয় পরিচয় লাগেনা, কোন দলীয় কোরামের প্রয়োজন হয়না!
হয়তো সামাজিক ভাবে সর্বদলীয় ত্রান কমিটি করা উচিত নয়তো ব্যাক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্তদেরকে সহযোগিতা করা উচিত।
বিপর্যয়ের এই ক্লান্তি লগ্নে এখনো যারা বিভেদ বিভাজনের রাজনীতির ধারক-বাহক, আমি তাদেরকে ঘৃণা করি!!

মানুষ মানুষের জন্য, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, হেফাজত করুক, আ-মী-ন.।

,

21/08/2024

গত ১৪ দিনে নতুন সরকার দেশের জন্য যা যা করলেন👇
👉বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে বাদ দিয়েছেন।
👉আজিপি কে বাদ দিয়েছেন।
👉বিচারপতিকে বাদ দিয়েছেন।
👉র‍্যাব প্রধানকে বাদ দিয়েছেন।
👉এটোর্নি জেনারেল কে বাদ দিয়েছেন।
👉নিত্যপন্যের দাম বৃদ্ধি করেছেন।
👉সচিবদের বাদ দিয়েছেন।
👉 শিবিরের কর্মিদের সচিব যুগ্ম সচিব পদে চাকুরী দিয়েছেন।
👉 ৭টি টেলিভিশন ও ২টি পত্রিকা বন্ধ করে দিয়েছেন।
👉সরকারে ভিভিন দপ্তরে ইউনুস সেন্টারের ও ইউনুস পরিবারের চাকুরি দিয়েছেন।
👉শেখ হাসিনার নামে সারা বাংলাদেশে ১৩শ মামলা দিয়েছেন।
👉২ কোটি আওয়ামীলীগ নেতা কর্মির নামে হত্যা মামলা দিয়েছেন।
👉টিসিবি পণ্য বিপণন বন্ধ করেছে।
👉 বিধবা ভাতা, বয়স্কভাতা, প্রতিবন্ধি ভাতা, মাতৃকালিন ভাতা, শিক্ষাবৃত্তি ভাতা, উৎসবকালিন ভাতাসহ সব ভাতা বন্ধ করেছেন।
👉রিলিভের চাউল দেওয়া বন্ধ করেছেন।
👉 ৫ কোটি মানুষ যে ৩০ টাকা কেজিতে চাল ও ২২টাকা কেজিতে আটা পেতো তা বন্ধ করেছে।
👉 ইউনুসসহ বিএনপি সব নেতাদের দূর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
👉সকল মিনিট প্যাকের দাম বৃদ্ধি ও সাধারণ কল রেট ৩টাকা ২২ পয়সা মিনিট করেছে।
👉বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দিয়েছে।
👉১৫ আগস্ট জাতির জনকের বাড়িতে কাউকে শ্রদ্ধা নিবেদন করতে ঢুকতে দেয়নি।
👉১৫ আগস্ট জাতির জনকের বাড়ির সামনে উচ্চ স্বরে লুঙ্গি ডান্স গানে নেচেছে।
👉১৫ই আগস্ট মুক্তিযোদ্ধাদের উলঙ্গ করে পিটিয়েছে, বৃদ্ধদের কান দরে উঠবস করিয়েছে, নারীদের লাঞ্ছিত করেছে।
👉 বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন থেকে ১২ বিলিয়নে নামিয়ে এনেছে।
👉 দেশের ব্যাংক গুলো থেকে ৫ হাজার কোটি টাকা তুলে নিয়েছে।
👉হিন্দুদের বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগ, জোড় করে ভূমিদখল ও দেশ ত্যাগে বাধ্য করেছে।
👉আওয়ামীলীগের ৫০ লাখ নেতা কর্মির বাড়ি ঘর লুটপাট অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে।
👉 ২৩ হাজার আওয়ামী লীগের নেতাকর্মিদের হত্যা করে লাশ গুম করেছে।
👉বিভিন্ন দপ্তর ও স্থাপনার নাম পরিবর্তন করেছে।
👉ভিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি, প্রিন্সিপাল, প্রধান শিক্ষক, প্রক্টর, সহকারী শিক্ষক কে চাকুরি থেকে বাদ দিয়েছে।
👉স্বাধীনতার স্ব-পক্ষের সেনা কর্মকর্তাদের চাকুরীচ্যুত করে বন্দি করে রেখেছে।
👉 জনপ্রতিনিধি যেমন, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, নগর পিতাদের ইচ্ছে মতো বাদ দেওয়া ও নিজের ইচ্ছে মতো লোককে ঐ স্থানে স্থলাভিষিক্ত করার আইন পাস করেছে।
👉গনভবন, সংসদ ভবনসহ দেশের যত স্থাপনাতে লুটপাট অগ্নিসংযোগ ভাংচুর যারা করেছিলো তাদের আইনের আওতায় না এনে সাধারন ক্ষমানকরেছেন।
👉তৈল গ্যাস ও বিদ্যুৎের দাম বৃদ্ধি করেছে।
👉অনলাইন ক্যাসিনো বৈধ ঘোষণা করেছে।
👉সরকারি চাকুরি আর হবে না, উদ্যোগতা হওয়ার পরামর্শ দিয়েছেন।
👉২০২৫ সাল থেকে বিসিএস পরীক্ষা আর হবে না বলে জানিয়েছেন।
👉আওয়ামীলীগের নাম মুখে নিলে তাকে বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়ার অনুমতি দিয়েছে পুলিশকে।
👉৮শ টাকার ইলিশ মাছ ভরা মৌসুমে ২৪শ টাকা করেছে।
👉ভারতের ট্রলার গুলোকে বাংলাদেশের সিমানয়া প্রবেশ করে ইলিশ ধারার অনুমতি দিয়েছে, বিনিময়ে ভারত থেকে বিদ্যুৎ ভিক্ষা চেয়েছে।
👉১১ শ টাকার ২৫ কেজি মোটা চাউলের দাম বৃদ্ধি করে ১৪শ ৫০ টাকা করেছে।
👉২২ টাকার ইউরিয়া ২৮ টাকা কেজি করেছে।
👉পুঁজিবাজারে ৯২% কোম্পানির দর পতন করে ১০ হাজার কোটি টাকা লুটপাট করেছে।

আরো শত শত কাজ করেছে মাত্র ১৪ দিনে। যা লেখা সম্ভব নয় অল্প সময়ে। আশা করি তার এই কাজের জন্য ৫টা নোবেল দেওয়া হোক এবং বোনাস হিসেবে আরো ১০ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রাখা হোক।

,

16/08/2024

তোমরা নাকি মেধাবী? তোমরা শিক্ষিত ছাত্র সমাজ?তোমরা নাকি বৈষম্য বিরোধী? আচ্ছা তোমাদের কি বাবা নেই? আমাদের সকলেরই বাবা আছে। এটা কোন ধরনের উৎযাপন করছো তোমরা!? বাবার বয়সী একজন মানুষকে এভাবে ল্যাংটা করে নাচাতে তোমাদের লজ্জা করেনি? তোমাদের বিবেকে বাঁধেনি একবারও? এই মানুষটা তোমার বাবা হলে তোমার কেমন লাগতো নিজের বিবেক কে প্রশ্ন করো একবার? শুধু এতোটুকু মনে রাখবা বাবাদের জন্যই তোমার-আমার পৃথিবীটা এতো সুন্দর! বাবার বয়সী মানুষ মানেই তিনিও একজন বাবা।। যেদিন বাবা থাকবে না সেদিন পুরা পৃথিবীটাই ফ্যাঁকাশে মনে হবে। জাস্ট তোমার বিবেককে প্রশ্ন করো যে এগুলো কি করতেছো তোমরা!?? পৃথিবীর সকল বাবা ভালো থাকুক।।

নির্যাতনের ভিডিও গুলো কমেন্ট বক্সে দেখুন!

,

বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার স্থপতি, এবং সার্বজনীন নেতা। বঙ্গবন্ধুকে সম্মান না করলেও অসম্মান করার অধিকার কারো নেই! ত...
15/08/2024

বঙ্গবন্ধু জাতির পিতা, স্বাধীনতার স্থপতি, এবং সার্বজনীন নেতা। বঙ্গবন্ধুকে সম্মান না করলেও অসম্মান করার অধিকার কারো নেই! তাই গভীর শ্রদ্ধাঞ্জলি বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের প্রতি।
১৫ আগষ্টের সকল শহীদদেরকে আল্লাহ জান্নাতবাসী হিসাবে কবুল করুন, আ-মী-ন।

,

14/08/2024

আগামীকাল জাতীয় শোক দিবস,
সরকারি আদেশে এই দিনের ছুটি বাতিল করা হয়েছে! এই সিদ্ধান্তে জনগণের প্রতিক্রিয়া কমেন্ট বক্সে দেখুন--
এখানে অল্প কয়েকটি কমেন্ট, এমন লক্ষ-কোটি কমেন্ট আছে যাহা স্বল্প পরিসরে উল্লেখ করা কঠিন!
,

13/08/2024

গোল আলু ৬০ টাকা, বরবটি ১২০ টাকা, বেগুন ৬০ টাকা, পটল ৭০ টাকা, পেয়াজ ১২০ টাকা, টমেটো ১৬০ টাকা!
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য লাগাম বেড়ে চলছে!
'মবব' এর ছেলেগুলো ফেইসবুকে মিথ্যা বাজারমূল্য দিয়া জাতির সাথে তামাশা করে!
আসলে'ই তারা 'ফুটফুটে সুন্দর'

,

13/08/2024

ওরা নাকি মেধাবী, ওরা নাকি বৈষম্য বিরোধী!
আসলে ওরা শিক্ষিত বেয়াদব, তারা রাষ্ট্রীয় অপরাধী!!
তাদের আস্ফালন দেখে জাতী অবাক!
গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টাকেও তারা হুমকি দিতে দ্বিধা করেনি!!
একটি প্রাচীন দল এবং স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি কিছু পরামর্শ দেওয়া কি স্বরাষ্ট্র উপদেষ্টার ধমক খাওয়ার মত অপরাধ হয়েছে?
পরমতসহিষ্ণু মানসিকতা যাদের নেই, তাদেরকে শিক্ষিত মেধাবী বলা যায় কিভাবে?
দেশ এবং জাতির কল্যাণেই এদেরকে প্রতিরোধ করতে হবে!"

,

Adresse

Laksam
Democratic Republic Of The
LAKSAM-3570

Téléphone

+8801540000746

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque LION - Laksam International Online Network. publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à LION - Laksam International Online Network.:

Vidéos

Partager