08/04/2024
গর্বের সেনাবাহিনী
তাদের বিবেক এখনো মরে নাই।
অসহায় ছাত্রগুলো সেনাবাহিনীর গাড়ির বহরের পাশে আশ্রয় নিয়েছে।
bringing news to the world, as is, no twists or turns...
Follow: www.facebook.com/Basherkellausa
& Telegram: https://t.me/+vZdB_M357MNlZDJh
(74)
We are freedom fighters with non-violent means. We do not think that violence it is the good answer to despotic & violent Dhaka's regime. Only peaceful means will help our people and country.
পেজের সৌন্দর্য ও মান রক্ষার্থে ফ্যানদের জন্য অবশ্যই পালনীয়-
১. পেজের স্ট্যাটাসে স্টাটাস রিলেটেড ছাড়া অন্য কোন বিষয়ে কমেন্ট করা যাবেনা।
২. অন্য কোন পেজ কিংবা গ্রুপ, কিংবা আইডির লিঙ্ক দেয়া যাবে না। লাইকের
জন্য ইনভাইট করা যাবেনা।
৩. ‘আমাকে ফ্রেন্ড বানান’ এরকম আঁতেল টাইপের কোন কমেন্ট করা যাবেনা।
৪. গালাগালি ও অশ্লীল উক্তি করা যাবেনা।
৫. কোন ধরনের এড দেয়া যাবেনা। এড দেয়া যাবে না। (বৃহৎ স্বার্থে কিছু প্রমোশন করা হবে যদি অ্যাডমিন “Approve” করেন।
৬. কোনো ধর্মের বিরুদ্ধে কিছু লেখা যাবে না।
গর্বের সেনাবাহিনী
তাদের বিবেক এখনো মরে নাই।
অসহায় ছাত্রগুলো সেনাবাহিনীর গাড়ির বহরের পাশে আশ্রয় নিয়েছে।
ফেনীর খবর কী?
বেশকিছু জায়গায় ছাত্রজনতার বিরুদ্ধে এখন পুলিশ অবস্থান নিচ্ছে না। কিন্তু আমার আপনার ছাত্রলীগ করা কুলাঙ্গার ছেলে, ছোট ভাই, প্রতিবেশি- ছাত্রজনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে ৫০০ টাকা আর সহসভাপতি পদের লোভে পড়ে গুলি করছে। এদের এখনই নিয়ন্ত্রণ করুন, সামাজিকভাবে প্রতিহত করুন। তারা সরাসরি ১৬ কোটি মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এখনই যদি তারা ফিরে না আসে তাহলে তাদের কোনো ক্ষমা নেই।
#একদফা
বর্তমান প্রেক্ষাপটে সরকারের সামনে দুটি পথ খোলা আছে। জনতার দাবি মেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত।
এরপর ওই সরকার সময় নিয়ে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে। এভাবে একটি শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নেওয়া যেতে পারে। অর্থাৎ সরকারের পদত্যাগ ও নির্বাচন ছাড়া পরিস্থিতি থেকে উত্তরণের কোনো পথ নেই।
অন্যদিকে, সরকার চাইলে তাদের জেদ ধরে রেখে ক্ষমতা আঁকড়ে থাকতে পারে। এতে সারা দেশেই সংঘর্ষ ও প্রাণহানি হবে। দেশ অন্ধকারের দিকে নিপতিত হবে এবং অন্য কোনো পক্ষ ক্ষমতা নিতে পারে, যা দেশের জন্য মোটেও ভালো হবে না।
৬ আগস্ট ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা ফাইনাল!
একমত!
অনেকের মতে এখনই সেনাবাহিনীকে বিশ্বাস করার কোনো কারণ নেই
তাদের গতিবিধি এখনো ভালোমতো বোঝা যাচ্ছে না
ইন্টারনেট বন্ধ করে দিলে আগারগাও বিটিআরসি ভবন দখল করে ফিরিয়ে আনা হবে। সবাইকে জানিয়ে দিন, প্রস্তুত থাকুন।
স্বৈরাচার যত মারবে আমরা তত শক্তিশালী হয়ে ফিরবো ইনশা আল্লাহ।
#একদফা
#একদফা
সাবেক ছাত্রলীগ নেতা ওবায়দুল হাসান শাহীন হচ্ছেন প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পাচ্ছেন বাকশাল ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল হাসান শাহীন। তাঁর পিতা ছিলেন আওয়ামী লীগ নেতা এবং সাবেক সংসদ সদস্য। তাঁর ছোট ভাই ছিলেন শেখ হাসিনার একান্ত সচিব।
আমাদের এই মিছিল চলছে, চলবে।
#একদফা
কুমিল্লায় সেনাবাহিনী সাধারণ ছাত্রদের পক্ষে চলে এসেছে।
মুন্সিগঞ্জে ছাত্রজনতার বুকে এভাবেই প্রকাশ্যে গুলি করছে হাসিনার পোষ্য কুকুরেরা। এদেরকে চিহ্নিত করে রাখুন।
জেলায় জেলায় সংঘর্ষ, নিহত ১১, আন্দোলনকারীদের দখলে শাহবাগ, শনির আখড়া,আফতাবনগর, রণক্ষেত্র ঢাকা
-মানবজমিন।
#একদফা
এই ছোট্ট প্রিন্সেসটা ছাত্রলীগ পেটাতে আসছে।।
Breaking News: ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্যে আন্দোলন থামাতে ব্যর্থ হলে সেনাবাহিনীর হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার পরিকল্পনা শেখ হাসিনার.এই তথ্যটি সিলেটের একজন মন্ত্রীর নিকটাত্মীয় আমাকে কন্ফার্ম করেছেন. সেনাবাহিনী সেফ এক্সিটের নিশ্চয়তা দিয়েছে .
শিক্ষার্থীসহ হাজার হাজার জনতার মিছিল-স্লোগানে উত্তাল গাইবান্ধার রাজপথ।
এই গণহত্যায় সরকারের সহযোগী হিসেবে তাদেরকেও বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
Rajeev Sethi, CEO of Robi Axiata Limited
Yasir Azman, CEO of Grameenphone
Erik Aas, CEO of Banglalink
স্বাধীন সাতক্ষীরা❤️❤️
ছাত্রদের পক্ষ হতে আপনাদের প্রতি বার্তাঃ
প্রিয় দেশবাসী আপামর ছাত্র জনতা,
দেশের সকল মানুষ পাড়ায় মহল্লায় শহরে বন্দরে গ্রামে দলে দলে রাস্তায় নেমে আসুন! প্রতিরোধ গড়ে তুলুন এই স্বৈরাচার সরকার আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে। এই মুহূর্তে বাংলাদেশের প্রত্যেকটি সড়ক দখল নেন। মোবাইল ইন্টারনেট বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। যে কোন মুহূর্তে ব্রডব্যান্ড তথা ওয়াইফাই বন্ধ করে দিতে পারে। আপনারা সবাই রাস্তায় নেমে আসুন। বিজয় আমাদের সুনিশ্চিত।
Dear compatriots,
Wherever you are, you must all come out to the streets to build resistance against this dictatorial government and the gangsters of Awami League, Jubo League and Chhatra League. Every neighbourhood, village, city, port, alleyway must be in your control — we cannot give an inch to those gangsters.
To stop us, the government has ordered another mobile internet shutdown. Broadband and WiFi can be turned off any time. But that won’t matter if all of you come out now. Victory is assured to us.
সব মোবাইল কোম্পানীকে বলছি, অবৈধ, খুনি সরকারের কোন অবৈধ আদেশ যেন পালন না করা হয়। মোবাইল নেট বন্ধ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্হা নেয়া হবে।
দড়ি ধরে মারো টান রাণী হবে খান খান।কেবল তো শুরু....লোকেশন- কার্জন হল,ঢাবি।
হাসিনা আপু আপনার কোনো লজ্জা নাই? এত অপমান নিয়ে এখনো খমতায় বসে আছেন। আপনাকে আর কিভাবে বললে আপনি বুঝবেন?
ব্রেকিংঃ
ফেনী মহিপালে ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রজনতার উপর হামলা করেছে।
স্থানীয় এলাকাবাসী ছাত্রদের সহযোগীতায় এগিয়ে আসুন।
>>>ব্রেকিং
সারাদেশে এখন পর্যন্ত ৯ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
🥲🥲🥲
-কালবেলা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আহ্বান করছি, যারা ক্যাম্পাসের আশপাশে আছেন অতি দ্রুত ক্যাম্পাসে জড়ো হন। আজকেই আমরা হলে প্রবেশ করবো।
স্থান: শহীদ মিনারসমন্বয়ক কমিটি, জাবি
মিরপুরে ছাত্রজনতার সহযোগীতায় স্থানীয়রা এগিয়ে এসেছেন। ধন্যবাদ ।
আগামী দুইদিনের কর্মসূচি
নেট বন্ধ করার আগেই প্রচার করুন:
৫ই অগাস্ট (সোমবার)
সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন
ঢাকায়:
সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ
বিকাল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ
সারাদেশে:
বিক্ষোভ ও গণঅবস্থান
” লংমার্চ টু ঢাকা ”
৬ই অগাস্ট (মঙ্গলবার)
সারাদেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান।
জমায়েত: শাহবাগ
দুপুর ২টা
"ছাড়তে হবে ক্ষমতা
ঢাকায় আসো জনতা"
- সমন্বয়ক আসিফ মাহমুদ
1000 Dhaka, Bangladesh
Washington D.C., DC
Be the first to know and let us send you an email when বাঁশেরকেল্লাইউএসএ - Basherkellausa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to বাঁশেরকেল্লাইউএসএ - Basherkellausa:
গর্বের সেনাবাহিনী তাদের বিবেক এখনো মরে নাই। অসহায় ছাত্রগুলো সেনাবাহিনীর গাড়ির বহরের পাশে আশ্রয় নিয়েছে।
মুন্সিগঞ্জে ছাত্রজনতার বুকে এভাবেই প্রকাশ্যে গুলি করছে হাসিনার পোষ্য কুকুরেরা। এদেরকে চিহ্নিত করে রাখুন।
দড়ি ধরে মারো টান রাণী হবে খান খান।কেবল তো শুরু....লোকেশন- কার্জন হল,ঢাবি। হাসিনা আপু আপনার কোনো লজ্জা নাই? এত অপমান নিয়ে এখনো খমতায় বসে আছেন। আপনাকে আর কিভাবে বললে আপনি বুঝবেন?
গাজীপুরের কাপাসিয়ায় শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালাচ্ছে সন্ত্রাসী লীগের চেয়ারম্যান ও অন্যান্য নেতারা। উল্লেখ্য, লীগের সন্ত্রাসী শুরুতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে বাঁধা দেয়৷ শিক্ষার্থীদের প্রতিরোধে এভাবে পালিয়ে যায়।
সুনামগঞ্জের বিসম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা ছাত্ররা থানার সামনে গেলে পুলিশ সরাসরব গুলি করে পিছন থেকে ছাত্ররীগের হায়েনারা আক্রমন করে। অনেক ছাত্র আহত হয়🥲🥲🥲🥲
Congressional Caucus on Black Men and Boys
Us CapitolFB Military and Veteran Community
Menlo Park 20017The Georgetown University Registrar's Office
And O Streets, NWRepublican State Leadership Committee
F Street NWRepublican National Lawyers Association
P. O. Box 18965